বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম। ছবি: সংগৃহীত।
কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়ামে কর্মখালি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অধীনস্থ ওই মিউজ়িয়াম ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করবে। শূন্যপদ একটি।
প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্সের শংসাপত্র থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। ডিপ্লোমা সম্পূর্ণ হওয়ার পর সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে ন্যূনতম দু’বছরের কাজের অভিজ্ঞতাও থাকা আবশ্যক।
নিযুক্ত ব্যক্তিকে নির্মাণকার্যের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হবে। মিউজ়িয়াম কর্তৃপক্ষ তাঁকে ওই পদে প্রাথমিক ভাবে ছ’মাসের চুক্তিতে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কাজের নিরিখে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৪০ হাজার টাকা দেওয়া হবে।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে কোনও আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের শেষ দিন ২৭ জুন। প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। আরও তথ্যের জন্য মিউজ়িয়ামের ওয়েবসাইটটি (bitm.gov.in) দেখে নেওয়া যেতে পারে।