CSIR Kolkata Recruitment 2025

সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটে কর্মখালি, যোগ্যতা যাচাই কী ভাবে?

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মী প্রয়োজন। তাঁকে ন্যাশনাল এলিজ়িবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৪:৪৫
Share:

সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) অধীনস্থ গবেষণাগারে কর্মখালি। কলকাতার সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ একটি।

Advertisement

আগ্রহীদের রসায়নে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। এ ছাড়াও সেরামিক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, এনভায়রনমেন্টাল, মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

ন্যাশনাল এলিজ়িবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ ব্যক্তি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে বহাল রাখা হবে। তবে চুক্তির মেয়াদ ১৩ জুন, ২০২৮ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

Advertisement

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য আলাদা করে ই-মেল মারফত প্রার্থীরা আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ১০ জুন। ১১ জুন তাঁদের ইন্টারভিউয়ের জন্যও কলকাতার সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটে উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে বিশদ জানতে গবেষণাগারের ওয়েবসাইটে (www.cgcri.res.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement