বিশ্বভারতী। ছবি: সংগৃহীত।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
ফিল্ড ইনভেস্টিগেটর পদে নিয়োগ করা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি। প্রতিষ্ঠানের অ্যানথ্রোপলজি বিভাগের তরফ থেকে এই নিয়োগ। এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্য কোথাও আগে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। মাসে ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
কী ভাবে আবেদন?
ইচ্ছুক প্রার্থীকে https://www.visvabharati.ac.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২২ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্বভারতীর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে