JU Certificate Course 2025

উচ্চ মাধ্যমিকের পর ডেটা সায়েন্স বা এআই পড়বেন? সুযোগ মিলতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়েই

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোপ্রসেসরের অ্যাপ্লিকেশন ফর ট্রেনিং এডুকেশন অ্যান্ড রিসার্চ (সিএমএটিইআর) তরফে এই কোর্স করানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৩:৩৯
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক সময়ে প্রায় সব কিছুই তথ্য ও প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। তার ফলে, গত বেশ কয়েক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স) এবং ডেটা সায়েন্স বিষয়ের উপর পড়াশোনার আগ্রহ বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে। সম্প্রতি স্কুলস্তরে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমেও যোগ হয়েছে এই ২টি বিষয়। বহু উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়া ভবিষ্যতে এই ২টি বিষয়ে নিয়ে পড়ার আগ্রহও দেখান।

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয় দিচ্ছে সেই সমস্ত পড়ুয়াকে বিশেষ কোর্সের সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্স বিষয়ে সার্টিফিকেট কোর্সে ভর্তি হওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোপ্রসেসরের অ্যাপ্লিকেশন ফর ট্রেনিং এডুকেশন অ্যান্ড রিসার্চ (সিএমএটিইআর) তরফে এই কোর্স করানো হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক বিষয়, ডেটা সায়েন্সের ভূমিকা, পাইথন প্রোগ্রামিং, মেশিন লার্নিং অ্যান্ড আপ্লিকেশন-এ ছাড়াও আরও বিভিন্ন বিষয়ে পড়ানো হবে এই কোর্সে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

Advertisement

কোর্সর মেয়াদ ৬ মাস। ২০ হাজার টাকা লাগবে এই বিশেষ সার্টিফিকেট কোর্স পড়ার জন্য। সপ্তাহে ২দিন ক্লাস হবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত। শনিবার দেড়টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত ক্লাস হবে। ৪ জুলাই থেকে শুরু হবে। ভর্তির জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement