প্রতীকী ছবি।
কলকাতার শুল্ক কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে কলকাতা কাস্টমস্-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘অফিস অফ দ্য চিফ কমিশনার কাস্টমস্’-এর তরফে এই নিয়োগ।
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার, মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ২৬টি। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকার মধ্যে বেতন হবে। এই পদের জন্য ১০ জন নিয়োগ হবেন। ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়সের হতে হবে। আবেদনের জন্য ডিগ্রি থাকতে হবে। যদিও এই ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে স্নাতক বা স্নাতকোত্তরের কোন ডিগ্রি প্রয়োজন তা উল্লেখ নেই। ডেটা এন্ট্রির কাজে দক্ষতা থাকতে হবে। ১০ জন হাবিলদার নিয়োগ করা হবে। ২ জন মাল্টি টাস্কিং স্টাফ নেওয়া হবে। উভয় পদে মাসিক বেতন ১৮ হাজার টাকা থেকে ৫৬,৯০০ টাকার মধ্যে। আবেদনের জন্য মাধ্যমিক উত্তীর্ণ হওয়া চাই। তবে সব ক’টি পদে আবেদনের জন্য যোগ্য ক্রীড়াবিদ হওয়া প্রয়োজন। রাজ্য এবং জাতীয় স্তরে খেলেছেন এমন ব্যক্তিরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া দরকার।
আবেদন কী ভাবে?
কলকাতা কাস্টমস্-এর ওয়েবসাইট (kolkatacustoms.gov.in)-এ যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩১ জুলাই ২০২৫ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা কাস্টমস্-এর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।