Internship Training Program 2025

প্রেসিডেন্সির বিশেষ কোর্স, শেখা যাবে পারফর্মিং আর্টসের ডিজিটাল সংরক্ষণ পদ্ধতি

১৫ জুন থেকে শুরু হওয়ার কথা, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। মোট আড়াই মাসের কোর্সটিতে সম্পূর্ণ অনলাইনে সন্ধ্যাবেলা ক্লাস চলবে। কোনও কোর্স ফি-র প্রয়োজন নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৭:৩০
Share:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগ দ্বারা আয়োজিত বিশেষ কোর্স। ছবি: সংগৃহীত।

শিল্পের সংরক্ষণ অতি প্রয়োজনীয় এক কাজ। কিন্তু সে কাজ করতে গেলেও প্রয়োজন প্রশিক্ষণের। এ বার সেই প্রশিক্ষণের ব্যবস্থাই করছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক সংস্থার গ্রান্টের সাহায্যে এক বিশেষ কোর্সের সুযোগ মিলবে প্রেসিডেন্সিতে। প্রতিষ্ঠানের পারফর্মিং আর্টস বিভাগের তরফে আয়োজন করা হয়েছে কোর্সটির।

Advertisement

এই প্রোগ্রামটির নাম ‘ডিজিটাল আর্কাইভিং ইন পারফর্মিং আর্টস: সাউথ এশিয়ান কনটেক্‌স্ট’। অর্থাৎ, দক্ষিণ এশিয় দেশগুলির প্রেক্ষিতে পারফর্মিং আর্টসের সংরক্ষণ। কোর্স ডিরেক্টর দেবরতি চক্রবর্তী বলেন, “প্রধানত আমার গবেষণার ভিত্তিতেই আন্তর্জাতিক স্তরে অর্থ সাহায্য পাওয়া গিয়েছে। এর আওতায় দক্ষিণ এশিয়ার পারফর্মিং আর্টসের বিভিন্ন বিষয়গুলি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী, তা বিস্তারিত পড়ানো হবে।’’

মূলত সীমান্তবাসী মহিলাদের অ্যাখ্যান নিয়েই দেবারতি গবেষণা করে ছিলেন পিএইচডি স্তরে। পরবর্তী কালে পারফর্মিং আর্টস-এর আরও নানা বিষয়ে গবেষণা করেছেন তিনি। তার মধ্যে এক প্রকল্পের জন্য আন্তর্জাতিক সংস্থা (আর্টলিঙ্ক)-এর কাছে গ্রান্টের জন্য আবেদন করেছিলেন দেবারতি। সেই আবেদনের সাড়া দিয়েছে ওই সংস্থা। এ ছাড়াও জুরিখ ইউনিভার্সিটি অফ দ্য আর্টস, মেটাআর্টস, মোভেটশিয়ার মতো সংস্থাও সহযোগিতা করেছে কোর্সটি আয়োজন করতে। মূল সুযোগ দিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

Advertisement

মূলত, দক্ষিণ এশিয়ার পারফর্মিং আর্টস নিয়েই কাজ করা হবে। বর্তমান সময় ডিজিটাল অ্যার্কাইভিং (সংরক্ষণ)-এর কতটা প্রয়োজন, সেগুলি কী ভাবে সংরক্ষণ করা যায় তা নিয়েই বিস্তারিত পড়ানো হবে এই কোর্সে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা-সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্টরা ক্লাস নেবেন।

১৬ জুন থেকে শুরু হওয়ার কথা, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। মোট আড়াই মাসের কোর্সটিতে সম্পূর্ণ অনলাইনে সন্ধ্যাবেলা ক্লাস চলবে। কোনও কোর্স ফি-র প্রয়োজন নেই। পারফর্মিং আর্টস নিয়ে যে কোনও আগ্রহীই আবেদন করতে পারবেন। তবে তাঁদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

দেবারতি জানিয়েছেন এই কোর্সটির দ্বারা ন্যাশনাল এডুকেশন পলিসির পাঠ্যক্রমে ভর্তি থাকা শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগও পাবেন।

ভর্তি হতে চাইলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটিতে যেতে হবে। সেখানে উল্লেখ করা তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১০ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে যাবতীয় তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement