WB Govt Schools

সমগ্র শিক্ষা মিশনের নির্দেশে স্কুলে স্কুলে চলবে ‘অপারেশন গ্রিন’, কী এই অপারেশন!

গ্রামাঞ্চলের বেশির ভাগ স্কুলের ‘কিচেন গার্ডেন’ রয়েছে। অর্থাৎ স্কুল প্রাঙ্গণেই সব্জির গাছ লাগানো হয় এবং সেই সব্জি দিয়েই মিড-ডে-মিলের রান্না করা হয়। এখানেই শিক্ষা মহলের একাংশ মনে করছে ‘অপারেশন গ্রিন’ শহর অঞ্চলের তুলনায় গ্রামের স্কুলগুলিতে অনেক সহজে করা সম্ভব।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৮:১৮
Share:

প্রতীকী ছবি।

সোমবার, ২ জুন থেকে গরমের ছুটির পর খুলল রাজ্যের সরকার অধীনস্থ এবং সরকার সাহায্যপ্রাপ্ত সব স্কুল। আর প্রথম দিন থেকেই সবুজায়ন রক্ষার স্বার্থে এবং মিড-ডে-মিল সংক্রান্ত একাধিক নির্দেশিকা দিল সমগ্র শিক্ষা মিশন।

Advertisement

সবুজায়নের স্বার্থে বিশেষ নির্দেশ ‘অপারেশন গ্রিন’। এর আগে ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন, দেশের অভ্যন্তরে বিদেশি যুদ্ধবিমান বা বোমা হামলা থেকে রক্ষা পেতে নানা কৌশল অবলম্বনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল স্কুলে স্কুলে। এ বার ‘অপারেশন গ্রিন’-এর মধ্যে দিয়ে সবুজের বার্তা দেওয়ার চেষ্টা। এর মাধ্যমে সব্জি এবং ফল দেবে এমন গাছ লাগাতে হবে স্কুলে স্কুলে। নির্দেশ দেবেন শিক্ষকেরা, গাছ লাগানোর কাজ করবে পড়ুয়ারা। দ্য পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, ‘‘এই প্রচেষ্টা খুবই ভাল। আমাদের স্কুলেও বেগুনের চাষ করা হয়েছে টবে। স্কুলের পড়ুয়াদেরও সবুজের বার্তা দিতে এমন প্রচেষ্টা খুবই কাজে দেয়।’’

গ্রামাঞ্চলের বেশির ভাগ স্কুলে ‘কিচেন গার্ডেন’ রয়েছে। অর্থাৎ স্কুল প্রাঙ্গণেই সব্জির গাছ লাগানো হয় এবং সেই সব্জি দিয়েই মিড-ডে-মিলের রান্না করা হয়। এখানেই শিক্ষা মহলের একাংশ মনে করছে ‘অপারেশন গ্রিন’ শহর অঞ্চলের তুলনায় গ্রামের স্কুলগুলিতে অনেক সহজে করা সম্ভব। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘প্রতি বছর গরমের ছুটি বা পূজোর ছুটির পর, স্কুল খোলার আগে এই ধরনের নির্দেশ আসে। কিন্তু এ বারের নির্দেশ একটু আলাদা রকম। এ বার ছাত্রছাত্রীদের বর্ষার আগে ফলের চারা তৈরি, রোপণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে একটা নির্দেশ স্কুলগুলি দিয়েছে। এটা ভাল উদ্যোগ। কিন্তু বাস্তব সমস্যা হচ্ছে গ্রাম বাংলার স্কুলগুলিতে এ সব করার জন্য জমি থাকলেও শহরাঞ্চলের স্কুলে সেই অবস্থা নেই। এই ধরনের স্কুলগুলির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া দরকার।’’

Advertisement

পার্ক ইনস্টিটিউশন স্কুলে টবে বেগুন চাষ। নিজস্ব চিত্র।

এ ছাড়াও আরও অনেক নির্দেশিকা দেওয়া হয়েছে সমগ্র শিক্ষা মিশনের তরফে। যেমন, স্কুলের রান্নাঘর (যেখানে মিড-ডে-মিলের রান্না হয়) পরিষ্কার পরিছন্ন রাখতে হবে। প্রায় এক মাস যেহেতু বন্ধ ছিল স্কুল, তাই আগে থেকে সংরক্ষণ করা চাল, ডাল-সহ অন্যান্য দ্রব্য ঠিক আছে কি না, কোনও পোকা ধরে গিয়েছে কি না তা দেখে নিতে হবে।

কোনও দ্রব্যের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কি না সেই বিষয়ে নজর রাখতে হবে। এ ছাড়াও স্কুল প্রাঙ্গণ, শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement