WB Professor Recruitment 2025

বিভিন্ন বিভাগে শিক্ষকতার সুযোগ, পিএইচডি ডিগ্রি প্রাপ্তদের খুঁজছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

৫৪টি পদে অধ্যাপক নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৫
Share:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বাংলা, ইংরেজি, ভূগোল, দর্শন-সহ বিভিন্ন বিভাগে অধ্যাপক নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, নিযুক্তদের সপ্তম পে কমিশন অনুযায়ী প্রতি মাসে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে। শূন্যপদ ৫৪টি।

Advertisement

কোন কোন বিভাগে নিয়োগ?

বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, রাশিবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, দর্শন, হিন্দি, ফারসি, ওড়িয়া, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, অ্যাগ্রোনমি, গ্রাফিক আর্ট, রবীন্দ্রসঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত, ডিজ়াইন, পেন্টিং, ইন্দো-তিব্বতিয়েন স্টাডিজ়, জার্মান, ইতালিয়ান, কম্পারেটিভ রিলিজ়িয়ন, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিয়োলজি-সহ বিভিন্ন বিভাগে অধ্যাপক নিয়োগ করা হবে।

Advertisement

কারা আবেদন করবেন?

উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। পাশাপাশি, তাঁদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিংবা সমতুল পদে অন্তত ১০ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকা দরকার।

কী ভাবে আবেদন করবেন?

৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ২,০০০ টাকা ধার্য করা হয়েছে।

যোগ্যতা যাচাই কী ভাবে?

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement