— প্রতিনিধিত্বমূলক চিত্র।
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনের শর্তাবলি জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের তরফে অতিথি শিক্ষক হিসাবে ছ’টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২০টি।
পদার্থবিদ্যা, রসায়ন, বাংলা, দর্শন, গণিত এবং আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিপ্রাপ্তেরা অতিথি শিক্ষক পদে আবেদন করতে পারবেন। আগ্রহীদের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা দরকার। পাশাপাশি, তাঁদের ইউজিসি তালিকাভুক্ত জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হওয়া দরকার।
নিযুক্তদের কাজের মেয়াদ প্রাথমিক ভাবে ছ’মাস রাখা হয়েছে। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই তাঁদের প্রতি মাসে পারিশ্রমিক বরাদ্দ করা হবে।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য তাঁদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (msduniv.ac.in) প্রকাশিত আবেদনের ফর্মটি পূরণ করে আনতে হবে। ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারভিউ চলবে।