ছবি: সংগৃহীত।
রেলের দক্ষিণ-পূর্ব শাখার ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল এবং হেল্থ ইউনিটে কর্মখালি। রেলের তরফে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদ্রা (নর্থ), বাঁকুড়া, পুরুলিয়া, বার্নপুর, চান্ডিল, গড়বেতা, বোকারো স্টিল সিটি-সহ মোট ১১টি কেন্দ্রে চিকিৎসক প্রয়োজন। মোট শূন্যপদ তিনটি।
মেডিসিন, অর্থোপেডিক্স, অ্যানাস্থেশিয়া, প্যাথোলজি এবং ইএনটি স্পেশালিস্ট চিকিৎসক হিসাবে পূর্বে কোনও সরকারি হাসপাতালে কাজ করেছেন, এমন ব্যক্তিদের উল্লিখিত পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও আবেদনের সুযোগ পাবেন।
মোট দু’বছরের চুক্তিতে নিযুক্তেরা কাজ করতে পারবেন। প্রথম বছরে ১,২৩,৫০০ টাকা এবং দ্বিতীয় বছরে ১,৩০,০০০ টাকা প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তবে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং অবসরপ্রাপ্ত চিকিৎসকেরা প্রতি মাসে ৯৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
৭ মে আদ্রা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল পার্সোনাল অফিসারের চেম্বারে ইন্টারভিউ নেওয়া হবে। এর আগে অনলাইনে আগ্রহীদের ৩০ এপ্রিলের মধ্যে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।