NCERT Recruitment 2025

অ্যাডাল্ট এডুকেশনে পিএইচডি ডিগ্রি রয়েছে? চাকরি পেতে পারেন সরকারি দফতরে

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-র গবেষণা প্রকল্পে পরামর্শদাতা হিসাবে কাজ করতে হবে। নিযুক্তদের প্রতি মাসের পারিশ্রমিক ১ লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৫:৩৭
Share:

অ্যাডাল্ট এডুকেশন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এ (এনসিইআরটি) কর্মখালি। ওই সরকারি দফতরে অ্যাডাল্ট এডুকেশন বিষয়ে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তি প্রয়োজন। তাঁদের সিনিয়র কনসালট্যান্ট হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ তিনটি।

Advertisement

এ ক্ষেত্রে আবেদনকারীদের ডেটা হ্যান্ডলিং এবং অ্যানালিসিস, রিপোর্ট রাইটিংয়ের মতো বিষয় জানা আবশ্যক। এ ছাড়াও তাঁদের ন্যূনতম পাঁচ বছর অ্যাডাল্ট এডুকেশন সংক্রান্ত কোনও প্রকল্পে কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীদের বয়স ৪৫ থেকে ৭০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত ফ্যাকাল্টি মেম্বাররাও আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তদের প্রতি মাসের পারিশ্রমিক ১ লক্ষ টাকা। সংশ্লিষ্ট পদে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তিতে বহাল থাকতে হবে।

Advertisement

২ জুলাই ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য আগ্রহীদের এনসিইআরটি-র নয়াদিল্লির দফতরে উপস্থিত থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি এনসিইআরটি-র ওয়েবসাইট (ncert.nic.in) থেকে দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement