স্বাস্থ্য ভবন। ছবি: সংগৃহীত।
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মেডিক্যাল অফিসার পদে নেওয়া হবে কর্মী। স্বাস্থ্য ভবনের আয়ুষ বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হওয়া চাই। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নিউরোপ্যাথি এবং যোগ বিজ্ঞান বিষয়ে স্নাতক হতে হবে। বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। রাজ্যের নিউরোপ্যাথি এবং যোগ বিজ্ঞান কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
‘ওয়াক-ইন-ইন্টারভিউ’-এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ২৪ জুলাই ইন্টারভিউ হবে। তবে তার আগে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা দরকার। তার জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট (wbhealth.gov.in)-এ যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটটি দেখুন।