WB Police Recruitment 2025

রাজ্য পুলিশে ৮১ জন কর্মী প্রয়োজন, কী ভাবে আবেদন করবেন, রইল বিস্তারিত

প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। সব মিলিয়ে ৮১টি শূন্যপদ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৭
Share:

রাজ্য পুলিশে কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি তাঁদের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তিনটি পদে একাধিক আসনে নিযুক্ত হবেন কর্মীরা।

Advertisement

সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার নিয়োগ করা হবে। তিনটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। সব মিলিয়ে ৮১টি শূন্যপদ রয়েছে। সায়েন্টিফিক অফিসার পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফরেন্সিক সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। প্রতি মাসে ৩৫,৮০০ টাকা করে বেতন দেওয়া হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য ফরেন্সিক সায়েন্স বিষয়ে স্নাতক হতে হবে। প্রতি মাসে ২৮,৯০০ টাকা বেতন দেওয়া হবে। ড্রাইভার পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রতি মাসে ১৬ হাজার টাকা বেতন দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

রাজ্য পুলিশের ওয়েবসাইটে (https://wbpolice.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৩০ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রাজ্য পুলিশের ওয়েবসাইটটি দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement