জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) এবং রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে তিনটি শূন্যপদে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজ়-এর অর্থানুকূল্যে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় দু’টি গবেষণা প্রকল্পের কাজ চলছে। তাতেই জেআরএফ এবং রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কর্মী প্রয়োজন। জেআরএফ হিসাবে অনূর্ধ্ব ২৮ এবং রিসার্চ অ্যাসোসিয়েট পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।
প্রার্থীদের জিয়োইনফরমেটিক্স, জ়ুলজি, অ্যানিম্যাল ইকোলজি, ওয়াইল্ডলাইফ সায়েন্স-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি, পদপ্রার্থীদের হিমালয় নিয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা থেকে শুরু করে ৫৮ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের একটি ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া দরকার। তাতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদনপত্র তৈরি করে, সমস্ত আনুষঙ্গিক নথি সমেত ইমেল মারফত জমা দিতে হবে। আবেদন পাঠাতে হবে ১০ ফেব্রুয়ারির মধ্যে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখুন।