মাধুরী সম্পর্কে দশটি তথ্য যা হয়তো আপনার অজানা

‘অধরা মাধুরী’। ধক্ ধক্ গার্লের প্রতিভাকে কোনও দিন ধরে তো রাখা যায়নি, বরং তাঁর ডান্স থেকে শুরু করে সৌন্দর্যে মুগ্ধ তামাম বিশ্ববাসী। তাঁর মুক্তো ঝরানো হাসিতে কুপোকাত পুরুষকুল। আজ ‘চন্দ্রমুখী’র জন্মদিন। দেখে নিন ‘বার্থ ডে গার্ল’ সম্পর্কে অজানা কিছু তথ্য।

Advertisement
শেষ আপডেট: ১৫ মে ২০১৬ ১৩:৩৩
Share:

‘আজা নাচলে’ ছবিটি একা দেখার জন্য গোটা হলটাই ভাড়া করে নিয়েছিলেন মকবুল ফিদা হুসেন।

‘অধরা মাধুরী’। ধক্ ধক্ গার্লের প্রতিভাকে কোনও দিন ধরে তো রাখা যায়নি, বরং তাঁর ডান্স থেকে শুরু করে সৌন্দর্যে মুগ্ধ তামাম বিশ্ববাসী। তাঁর মুক্তো ঝরানো হাসিতে কুপোকাত পুরুষকুল। আজ ‘চন্দ্রমুখী’র জন্মদিন। দেখে নিন ‘বার্থ ডে গার্ল’ সম্পর্কে অজানা কিছু তথ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement