নীলাচলে কিরীটী

দ্বিতীয় কিরীটী নিয়ে ফিরে আসছেন পরিচালক অনিন্দ্য বিকাশ দত্ত। তাঁর আগের ছবি ‘কালো ভ্রমর’-এর সাফল্যই দ্বিতীয়বার কিরীটী তৈরির কারণ, বললেন পরিচালক। এবারের গল্প ‘বসন্ত রজনী’।

Advertisement
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ০০:১৮
Share:

ইন্দ্রনীল সেনগুপ্ত

দ্বিতীয় কিরীটী নিয়ে ফিরে আসছেন পরিচালক অনিন্দ্য বিকাশ দত্ত। তাঁর আগের ছবি ‘কালো ভ্রমর’-এর সাফল্যই দ্বিতীয়বার কিরীটী তৈরির কারণ, বললেন পরিচালক। এবারের গল্প ‘বসন্ত রজনী’। ছবির নাম অবশ্য ‘নীলাচলে কিরীটী’। গোয়েন্দার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত। অরুণিমা ঘোষ কিরীটীর স্ত্রীয়ের চরিত্রে এবং সমদর্শী দত্ত ডিটেক্টিভের সহকারীর ভূমিকায়। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়ের চরিত্রে ধূসর ছোঁয়া রয়েছে বলে জানালেন পরিচালক। তাঁর কথায়, ‘‘নীহাররঞ্জন গুপ্তর এই গল্পটায় একটা সিনেম্যাটিক আবেদন রয়েছে। জটিলতাও অনেক বেশি।

Advertisement

ঋতুপর্ণার লুকটেস্টের ছবি

অনেকগুলো ঘটনা মিলে মিশে যায়। সেই ভেবেই ‘বসন্ত রজনী’ বাছা হয়েছে।’’ পুরী বেড়াতে গিয়ে কিরীটীর সঙ্গে তার এক পুরনো বন্ধুর দেখা হয়। কিন্তু সেই বন্ধু হঠাৎই হারিয়ে যায়। পাশাপাশি ওই সময়েই পরের পর খুন হতে থাকে। একটা খুনের সঙ্গে আর একটার মিল নেই। দু’টো রহস্য কোথাও কি এক জায়গায় মিলে যায়? অনুসন্ধানে নামে কিরীটী। রহস্যের পাশাপাশি কিরীটী আর কৃষ্ণার দাম্পত্যও গল্পের অনেকটা জুড়ে রয়েছে বলে, জানালেন পরিচালক। ছবির পুরো শ্যুটিং হবে পুরীতে। ‘‘নীহাররঞ্জন গুপ্তর খুব পছন্দের জায়গা ছিল পুরী। ওখানে গিয়েই গল্প লিখতেন। এই গল্পটাও ওখানেই লেখা,’’ বললেন অনিন্দ্য। মার্চ মাসের শেষ থেকেই শ্যুটিং শুরু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement