Entertainment News

মুম্বইয়ের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

জুহুর জনবহুল পরিমল সোসাইটির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অঞ্জলি। রবিবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে বাড়িওয়ালাকে ফোন করেন অঞ্জলির পরিবারের লোকজন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০১৭ ১৩:২০
Share:

ভোজপুরি অভিনেত্রী অঞ্জলি শ্রীবাস্তব। ছবি সংগৃহীত।

ফের অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু। এ বারও মুম্বই। সোমবার মুম্বইয়ের জুহুর বাড়ি থেকে উদ্ধার করা হয় জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী অঞ্জলি শ্রীবাস্তবের ঝুলন্ত দেহ। দিন কয়েক আগেই এই মুম্বইয়েরই আন্ধেরিতে নিজের ফ্ল্যাটেই খুন হতে হয় মডেল-অভিনেত্রী কৃতিকা চৌধুরিকে। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তার আগেই আর এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।

Advertisement

জুহুর জনবহুল পরিমল সোসাইটির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অঞ্জলি। রবিবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে বাড়িওয়ালাকে ফোন করেন অঞ্জলির পরিবারের লোকজন। সোমবার অনেক ডাকাডাকির পরেও সাড়া না মেলায় ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বাড়িওয়ালা অঞ্জলির ঝুলন্ত দেহ দেখতে পান। এর পর তিনিই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডিএন নগর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

Advertisement

দেব নাকি জিত্, ইদের বক্স অফিস যুদ্ধে কাকে এগিয়ে রাখল গুগল?

এএনআই-এর টুইট।

পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটের সিলিং ফ্যান থেকে অঞ্জলির দেহ ঝুলছিল। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন অভিনেত্রী। যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ আরও জানিয়েছে, গত ৬ জুন শেষ বার ফেসবুকে বাবা-মাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন অঞ্জলি। সে সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement