উদিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
গত বছর অনুষ্ঠান চলাকালীন এক অনুরাগিণীকে চুম্বন করে বিতর্কে জড়িয়েছিলেন উদিত নারায়ণ। নেটমাধ্যমে গায়কের গভীর চুম্বন নিয়ে নিন্দা হয়েছিল। জীবনে বহু না-পাওয়া থেকেই নাকি এমন কাণ্ড ঘটিয়েছিলেন উদিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন সঙ্গীত পরিচালক আবু মালিক।
মঞ্চে সেই সময়ে জনপ্রিয় গান ‘টিপ টিপ বরসা পানি’ গাইছিলেন উদিত। তার পরে অনুরাগিণীরা নিজস্বী তোলার জন্য ভিড় করেন। তখনই এক অনুরাগিণীর ঠোঁটে চুম্বন করেছিলেন উদিত। সেই প্রসঙ্গে আবু বলেছেন, “বহু দিন বোধহয় উপোস করে ছিলেন। তাই খিদে তৈরি হয়েছিল। মনে হয়, মানুষের সঙ্গ থেকে দূরে ছিলেন। ভগবানই জানেন, কী হয়েছিল। আমি তো ভেবেই অবাক হয়ে যাই, কী ভাবে একজনকে ধরে চুমু খাওয়া যায়! খুবই অদ্ভুত বিষয়। হতাশা থেকে হয় এই সব। এত হতাশ হওয়ার তো দরকার নেই। জীবনে আপনি সব পেয়েছেন। এই দুনিয়ায় আপনি সব কিছুর ব্যবস্থা করতেই পারেন। এমন মরিয়া হয়ে ওঠার তো কোনও প্রয়োজন নেই।”
এমনিতে উদিত নারায়ণ নাকি খুবই আন্তরিক স্বভাবের মানুষ। আবু বলেছেন, “খুবই বিনয়ী মানুষ উনি। কিন্তু মাথায় যে কী চলে, জানি না। খুব আন্তরিক ভাবেই কিন্তু সকলের সঙ্গে উনি কথা বলেন।” তাই সেই দিনের মঞ্চের ঘটনায় এখনও অবাক আবু মালিক।
চুম্বন নিয়ে বিতর্ককে যদিও খ্যাতির বিড়ম্বনা বলে মনে করেন উদিত। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “এতে শাপে বর হয়েছে। উল্টে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে। এই ঘটনা নতুন নয়। এর আগেও এ রকম হয়েছে। অনুরাগিণীকে চুম্বন করেছি। সবটাই জনপ্রিয়তার কারণে। অনেকের অনেক রকম আবদার থাকে। পূরণ করি, পূরণ করতে হয়। দর্শক-শ্রোতাদের জন্যই তো আমরা আছি।”