Aryan Khan net worth

তিনটি গাড়ি, একটি ৩৭ কোটি টাকার বাড়ি! ২৮ বছর বয়সি আরিয়ান মোট কত সম্পত্তির মালিক?

শাহরুখ-পুত্র। তাঁর প্রাথমিক পরিচয়। তারকাসন্তান হওয়ার জন্য কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে। কিন্তু অনুরাগীদের মতে, প্রথম কাজেই নিজেকে প্রমাণ করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৪:৫৬
Share:

২৮ বছর পূর্ণ হল আরিয়ানের। ছবি: সংগৃহীত।

২৮ বছর পূর্ণ করলেন আরিয়ান খান। বলিউডে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম। প্রথম পরিচালিত কাজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ নিয়ে চর্চা তুঙ্গে। পর্দার পিছনে থাকলেও অভিনেতা হিসাবেও নাকি বেশ ভাল আরিয়ান। তবে শুধু সৃজনশীলতা নয়, ব্যবসায়িক দিক নিয়েও যথেষ্ট সচেতন তিনি। ২৮ বছর বয়সি আরিয়ানের সম্পত্তির পরিমাণ সেটাই প্রমাণ করে।

Advertisement

শাহরুখ খানের পুত্র হওয়ার কারণে কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে। কিন্তু অনুরাগীদের মতে, প্রথম কাজেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। এর মধ্যেই প্রকাশ পেল আরিয়ানের সম্পত্তির পরিমাণ।

বলিউডে কাজের পাশাপাশি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে আরিয়ানের। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৩০ লক্ষের বেশি। সেখান থেকেও আয় করেন তিনি। ২০২৩ সালে বাবার সঙ্গে জোট বেঁধে পোশাকের একটি ব্র্যান্ডও চালু করেছিলেন তিনি। সেখানে জ্যাকেটের দাম ২ লক্ষ টাকা, টি-শার্টের দাম ২৪ হাজার টাকা এবং হুডি পাওয়া যায় ৪৫ হাজার টাকায়। এই ব্র্যান্ডের জন্য উদ্যোগপতিও হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি এই ব্র্যান্ডের আওতায় উচ্চ মানের মদও বাজারে এনেছেন তিনি। সেই ব্র্যান্ডের প্রচার করেছেন ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ সিরিজ়ের মধ্যে।

Advertisement

আরিয়ানের গাড়ির সম্ভারও বড়। সেখানে অডি, মার্সিডিজ়, বিএমডব্লিউ গাড়ি রয়েছে। এর সঙ্গে দিল্লির বিলাসবহুল এলাকায় ৩৭ কোটি টাকার একটি বাড়িও রয়েছে তাঁর। বর্তমানে তিনি ৮০ কোটি টাকার সম্পত্তির মালিক।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১২ নভেম্বর জন্ম আরিয়ানের। পড়াশোনা করেছেন মুম্বইয়ের ধীরুভাই অম্বানী আন্তর্জাতিক স্কুল থেকে। শোনা যাচ্ছে, ওটিটি মঞ্চে সাফল্যের পরে এ বার বড়পর্দার ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন আরিয়ান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement