Entertainment News

কপিলের শো-তে অশ্লীল জোকস, সিধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের

বিপাকে নভজ্যোত্ সিংহ সিধু। সৌজন্যে ‘দ্য কপিল শর্মা শো’। ওই শো-এ অশালীন জোকস বলার কারণে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল। সূত্রের খবর, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আইনজীবী এইচ সি অরোরা এই অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ১৭:৫৭
Share:

বিপাকে নভজ্যোত্ সিংহ সিধু। সৌজন্যে ‘দ্য কপিল শর্মা শো’। ওই শো-এ অশালীন জোকস বলার কারণে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল। সূত্রের খবর, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আইনজীবী এইচ সি অরোরা এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, সিধু ওই শো-তে প্রকাশ্যে অশ্লীল কিছু কথা বলেছেন। একই অভিযোগ রয়েছে কপিলের বিরুদ্ধেও।

Advertisement

আরও পড়ুন, সুনীলকে ফেরানোর চেষ্টা আর করবেন না কপিল

এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউ। তবে সিধুর ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, এই মুহূর্তে শো ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। বলিউডের একটা বড় অংশ মনে করছেন, কপিল শর্মার সমস্যা বেড়েই চলেছে। সুনীল গ্রোভারের সঙ্গে ঝামেলা, শো-এর টিআরপি পড়ে যাওয়ার পর সিধুকে নিয়ে নয়া বিতর্কে জড়ালো এই শো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement