Srijit Mukherjee

কুয়াশা ভরা প্রেমের সন্ধান দিলেন সৃজিত-মিথিলা

মিথিলা-কন্যা আয়রা খান ও সৃজিতের রসায়ন যে বেশ জমে উঠেছে তার নিদর্শন আগেই পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৫:৩০
Share:

পাহাড়ের কাছাকাছি মিথিলা, সৃজিত ও আয়রা

‘সেই পাহাড়ের কাছে থাকবে গহন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব’, সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতার মতো তাঁরাও সেই পাহাড়ের খোঁজেই বেরিয়েছিলেন। কুয়াশায় সবুজ ঢাকা পড়েছে। কিন্তু একে অন্যকে চেনাটা আরও সহজ হয়ে গিয়েছে যেন। সেরকমই একটা খুব দামি সময় কাটালেন মিথিলা, সৃজিত ও আয়রা।

Advertisement

দক্ষিণ সিকিমের শীতের পাহাড়! তারই কিছু মন্তাজ ধরা পড়ল মিথিলার টুইটে। মন্তাজে কেবল পাহাড় নয়, পাহাড়ের মাঝে তাঁদের বাসস্থানের ছবিও দেখালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী মিথিলা রাফিয়াত রশিদ।

পোস্টে মিথিলা ধন্যবাদ জানালেন ‘প্রিয়া সিনেমা’-র কর্ণধার অরিজিৎ দত্তকে। বোঝা গেল, তাঁর জন্যেই মিথিলারা এই অপূর্ব বাসস্থানের সন্ধান পেয়েছিলেন। এ ছাড়া সুন্দর এই ‘ফ্যামিলিটাইম’টি পেয়ে তাঁরা কতটা আনন্দিত সে কথাও উল্লেখ করলেন পোস্টে।

Advertisement

আরও পড়ুন: নতুন ছবি তৈরি হচ্ছে গ্যাংটকে, ব্যস্ত সৃজিত, মিথিলা ও আয়রা

ছবির কোলাজে তাঁদের আনন্দের মেজাজও স্পষ্ট। ‘হিট ট্রায়ো’-র ‘মাচ নিডেড ব্রেক’-এর প্রেমের মুহূর্তগুলির সঙ্গে পরিচয় ঘটল নেটাগরিকের। মিথিলার পোস্টটি শেয়ার করলেন সৃজিতও।

মিথিলা-কন্যা আয়রা খান ও সৃজিতের রসায়ন যে বেশ জমে উঠেছে তার নিদর্শন আগেই পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা ছাড়াও আয়রার বাবা অর্থাৎ মিথিলার প্রাক্তন স্বামী, বাংলাদেশের বিখ্যাত গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আনন্দবাজার ডিজিটাল জানিয়েছিল যে সৃজিতের সঙ্গে তাঁর মেয়ের সুসম্পর্কে বড্ড খুশি তিনি। এর আগেও তিনি পরিচালক হিসেবে সৃজিতকে বেশ পছন্দ করতেন। আর এখন তাঁর মেয়ের কারণে ব্যক্তি সৃজিতকে চিনেছেন। উৎফুল্ল তাহসান জানিয়েছিলেন তাঁর সেই অভিব্যক্তির কথা।

আরও পড়ুন: সৃজিত আমার খুব প্রিয়, মিথিলা ও আয়রার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়: তাহসান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement