‘বাহুবলী ২’-এর জন্য সঙ্কটে ‘বিসর্জন’, টুইটারে সরব কৌশিক

সিনেমা হলের বাইরে ‘বাহুবলী ২’-এর জন্য লম্বা লাইন ইতিমধ্যেই নজরে এসেছে। আর এই লম্বা লাইনের খেসারত দিতে হচ্ছে কিছু আঞ্চলিক ছবিকে। এক অসমিয়া ছবির একাধিক শো ইতিমধ্যেই প্রেক্ষাগৃহ থেকে বাতিল করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ১৪:০১
Share:

সিনেমা হলের বাইরে ‘বাহুবলী ২’-এর জন্য লম্বা লাইন ইতিমধ্যেই নজরে এসেছে। আর এই লম্বা লাইনের খেসারত দিতে হচ্ছে কিছু আঞ্চলিক ছবিকে। এক অসমিয়া ছবির একাধিক শো ইতিমধ্যেই প্রেক্ষাগৃহ থেকে বাতিল করা হয়েছে। এ যেন এক ছবির রাস্তা সুগম করতে আর এক ছবির ‘বিসর্জন’। এ বার এই বড় ‘তিমি’র খপ্পরে আর এক ‘পুঁটি মাছ’। যে ছবির ঝুলিতে রয়েছে শ্রেষ্ঠ বাংলা ছবির জাতীয় পুরস্কার। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সেই ছবি ‘বিসর্জন’। ‘বাহুবলী ২’-এর জন্য ‘বিসর্জন’-এর অনেক শো বাতিল করা হয়েছে কলকাতার সিনেমা হলগুলি থেকে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে টুইটারে এই খবরটি শেয়ার করেছেন।

Advertisement

আরও পড়ুন: মুক্তির আগেই ফাঁস হল ‘বাহুবলী ২’-এর প্রথম রিভিউ?

কৌশিকবাবু বলছেন, ‘আমার ছবি ভাল ব্যবসা করছিল। ছুটির দিনগুলো ছাড়াও অন্যান্য দিনে প্রায় ৬০ শতাংশ প্রেক্ষাগৃহে ‘বিসর্জন’ রমরমা ব্যবসা করেছে। ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার পর থেকেই এক দিকে যে রকম সমালোচকদের নজর কেড়েছে, তেমনই বাণিজ্যিক ভাবেও সফল ‘বিসর্জন’। রিলিজের প্রথম সপ্তাহেই ‘বিসর্জন’-এর রোজগার ৩০ লক্ষ ৬৯ হাজার ১৮৬ টাকা, যেখানে মোটের উপর ২১২টি শো চলেছে এই কম বাজেটের ছবির। পরিচালকের দাবি, ‘আঞ্চলিক ছবির নিরাপত্তা প্রয়োজন। প্রত্যেক সপ্তাহেই বলিউডের বিগ বাজেটের ছবি মুক্তি পায় এবং পাবে। কিন্তু যে ভাবে ‘বাহুবলী ২’ প্রেক্ষাগৃহ দখল করছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক।’

Advertisement

কৌশিকের টুইট।

সারা দেশে রিলিজের জন্য তেলুগু ভাষার এই ছবিটি হিন্দিতেও ডাবিং করা হয়েছে। দেশব্যাপী ছবিটির পরিবেশন করছেন কর্ণ জোহর। যদিও অভিনেতা বিনোদ খন্নার মৃত্যুর জন্য ‘বাহুবলী ২’-এর প্রিমিয়ার শো’টি বাতিল করেছেন কর্ণ। উল্লেখ্য, ২০১৫ সালে মহারাষ্ট্র সরকার তথাকথিত বলিউড ছবির চরম বাণিজ্যিক সাফল্যের সময়েও প্রত্যেক প্রেক্ষাগৃহে মরাঠি ছবির প্রদর্শন বাধ্যতামূলক করেছেন।

তবে ২৮ এপ্রিল ‘বাহুবলী ২’ ছাড়া গোটা দেশে মুক্তি পাচ্ছে অরিন্দম শীলের ‘দুর্গা সহায়’। বাণিজ্যিক দিক থেকে এই সাহসটা একমাত্র অরিন্দমই দেখিয়েছেন। নিজের ছবি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী পরিচালক। এমনকি মাল্টিপ্লেক্সে শো টাইমিং নিয়েও তিনি খুশি। সোশ্যাল মিডিয়ায় ‘দুর্গা সহায়’-এর আইনক্সের শো টাইমের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘এমন শো টাইম পাওয়ার পর আইনক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে আমার আর অভিযোগ থাকতে পারে কি? ওঁরা সবসময় বাংলা ছবির পাশে থাকেন।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন