Entertainment News

‘আকাশ অংশত মেঘলা’য় বন্ধ কারখানার প্রেক্ষাপটে শ্রমিকদের কাহিনি

পরিচালক জানালেন, স্বপ্নময় চক্রবর্তীর দু’টো ছোট গল্প ‘পতাকার কাপড়’ এবং ‘মেরুদণ্ড’-র আধারে এই ছবির চিত্রনাট্য লিখেছেন। বন্ধ কলকারখানার প্রেক্ষাপটে শ্রমিকদের কাহিনি নিয়ে এগিয়েছে গল্প।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ০০:১০
Share:

ছবির লুক টেস্টে অভিনেতারা।

‘আকাশ অংশত মেঘলা...।’ প্রথম বাক্যটি পড়ে কী মনে হল? রেডিওতে আবহাওয়ার খবর শুনছেন? অনেকেই হয়তো রেডিওর খবরের চেনা লাইনটা মেলাতে পারবেন। মেলাতে পেরেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ও। রেডিওতে শোনা সেই বাক্যের প্রতি ভালবাসা থেকেই ডেবিউ ছবির নাম রেখেছেন ‘আকাশ অংশত মেঘলা’।

Advertisement

‘‘রেডিওতে শব্দগুলো শুনতাম। একটা ভাললাগা ছিল। তবে এই ছবিতে যে চরিত্রদের দেখাব, তাদের জীবনেও সংশয় রয়েছে। সেই সংশয়ের মেঘ কেটে যেতেও পারে আবার না-ও পারে, সে কারণেই এই নামটা রাখলাম,’’ শেয়ার করলেন জয়দীপ।

পরিচালক জানালেন, স্বপ্নময় চক্রবর্তীর দু’টো ছোট গল্প ‘পতাকার কাপড়’ এবং ‘মেরুদণ্ড’-র আধারে এই ছবির চিত্রনাট্য লিখেছেন। বন্ধ কলকারখানার প্রেক্ষাপটে শ্রমিকদের কাহিনি নিয়ে এগিয়েছে গল্প। ছবির প্রধান এক চরিত্র রসময় বাগচীর কারখানা বন্ধ হয়ে যায়। ট্রেড ইউনিয়নের কর্মী রসময় আন্দোলনে জড়িয়ে পড়েন। কিন্তু তাঁর কারখানার জমি এক সময় বিক্রি হয়ে যায়। সেখানে শুরু হয় রাজনৈতিক কর্মকাণ্ড। ভেঙে যায় তাঁর স্বপ্ন।

Advertisement

আরও পড়ুন, বয়ফ্রেন্ড অভিমন্যুর সঙ্গে বড় কাজ করব না, বললেন মানালি

অন্য এক প্রধান চরিত্র অনির্বাণ। বাবার কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর চাকরি খুঁজতে বেরোয় সে। কিন্তু দুর্নীতির জালে সেখানকার সব দরজা বন্ধ। অনির্বাণের প্রেমিকার বাড়িও নিয়ে নিতে চায় প্রোমোটার। সেই সমস্যাতেও জড়িয়ে পড়ে সে। ‘‘আসলে এই প্রেক্ষাপটের ওপর রাজনীতিটা ধরতে চেয়েছি’’ বললেন জয়দীপ।

আরও দেখুন, থ্রোব্যাক টলিউড: কয়েক বছর আগে কেমন ছিলেন মিমি, জিত্, রাইমারা?

ফ্রেব্রুয়ারির শুরু থেকেই শুটিং শুরু করতে চান জয়দীপ। রুদ্রনীল ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, দেবদূত ঘোষ অভিনীত এই ছবি মুক্তি পেতে পারে চলতি বছরের শেষে। ছবিটি প্রযোজনা করছে ‘আইডিয়া ফ্রেমস্ প্রডাকশনস’।

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন