Entertainment News

মুক্তি পেল ‘আবার বসন্ত বিলাপ’-এর নতুন গান

শোভনদেববাবু আগেই বলেছিলেন, ‘‘ঈপ্সিতা আর রাজেশের অনুরোধ ফেলতে পারিনি। তাই রাজি হয়ে গিয়েছিলাম।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ১৬:০১
Share:

ছবির দৃশ্যে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং মুনমুন সেল।

রাত পোহালেই মুক্তি পেতে চলেছে রাজেশ দত্ত এবং ঈপ্সিতা রায় সরকার পরিচালিত ‘আবার বসন্ত বিলাপ’। চমকে ভরপুর এই ছবি। সেরা বাজিগুলির অন্যতম হল বিদ্যুত্‌মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গাওয়া গান। রিলিজের ঠিক আগেই মুক্তি পেল তাঁর গাওয়া ‘হাসছি আমি হাসছ তুমি, হাসছে সারা জন্মভূমি’ গানটি।

Advertisement

শোভনদেববাবু আগেই বলেছিলেন, ‘‘ঈপ্সিতা আর রাজেশের অনুরোধ ফেলতে পারিনি। তাই রাজি হয়ে গিয়েছিলাম।’’

খোলা গলায় শোভনদেবের গান শুনেছেন প্রিয়জনেরা। দোলের দিন আবিরে রাঙা হয়ে কখনও মিডিয়ার সামনেও গেয়েছেন মন্ত্রী মশাই। কিন্তু প্লে-ব্যাক সিঙ্গারের ভূমিকা এই প্রথম।

Advertisement

আরও পড়ুন, জন্মদিনে ইলিশ মাছ দিয়ে ভাত খাব, বলছেন পরমা

নতুন জার্নিতে অনুভূতি কতটা আলাদা ছিল?দরাজ হেসে শোভনদেব বলেছিলেন, ‘‘আমি তো গান গাইতে গিয়ে বলেছিলাম,সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় হেমন্ত মুখোপাধ্যায়কে চাইছ তোমরা। হা হা হা…। গলাটা ভেঙে গিয়েছে এখন। তবে আমি দেখলাম এখন রেকর্ডিং অনেক সহজ। একটা একটা লাইন ধরে ধরে কাজ হল। কেমন হয়েছে, সে আপনারা বলবেন।’’

আরও পড়ুন, নীতুকে এই ভাবে জন্মদিনে শুভেচ্ছা জানালেন আলিয়া!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন