৬০ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী নীতু কপূর। গত রবিবার ছিল তাঁর জন্মদিন। সেলিব্রেশনের জন্য প্যারিস উড়ে গিয়েছিলেন কপূর পরিবারের সদস্যরা। ইন্ডাস্ট্রির বহু তারকা নীতুকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু আলিয়া ভট্ট কী ভাবে শুভেচ্ছা জানান, সে দিকে নজর ছিল বলি মহলের।
এই মুহূর্তে আলিয়ার সঙ্গে রণবীরের ব্যক্তিগত রসায়ন নিয়ে জল্পনা চলছে ইন্ডাস্ট্রির অন্দরে। নীতু নিজেও আলিয়াকে খুব পছন্দ করেন। ফলে আলিয়ার মেসেজের দিকে তাকিয়ে ছিলেন অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় আলিয়া একটি ছবি পোস্ট করে নীতুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে নীতু এবং আলিয়া ছাড়াও রয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। অয়নের ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে প্রথম বার জুটি বেঁধেছেন রণবীর এবং আলিয়া। এই ছবির সেট থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। গত মার্চে বুলগেরিয়ার শুটিং চলাকালীন সেটে গিয়েছিলেন নীতু। এই ছবিটি সে সময়েই তোলা বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।