গৌরীর আবির্ভাব

এই মিথ্যাকে অবলম্বন করে গৌরীকে নিয়ে তারা ব্যবসা করার মতলব ফেঁদেছে। মামা-মামির এই কাজে সায় নেই গৌরীর। কিন্তু সে নিরুপায়।

Advertisement
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ০০:৪৪
Share:

সুদীপ্তা

ধারাবাহিক ‘রেশম ঝাঁপি’ এ বার অন্য একটা বাঁক নিতে চলেছে। আবির্ভাব হচ্ছে নতুন চরিত্র গৌরীর। মামা-মামির কাছে বড় হয়েছে সে। তারা মানুষ দু’জন মোটেও ভাল নয়। তারা রটিয়েছে গৌরীর মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে। আর এই মিথ্যাকে অবলম্বন করে গৌরীকে নিয়ে তারা ব্যবসা করার মতলব ফেঁদেছে। মামা-মামির এই কাজে সায় নেই গৌরীর। কিন্তু সে নিরুপায়।

Advertisement

কারণ মামা-মামির আশ্রয়ে থাকতে হয় গৌরীকে। গল্পে এমন সময়েই গৌরীর সঙ্গে দেখা হয় রানির। রানি (প্রতুষ্যা পাল) এই ধারাবাহিকের মুখ্য চরিত্র। সে খুঁজে বেড়াচ্ছে তার নিখোঁজ মাকে।

গৌরীর সঙ্গে পরিচয় হওয়ার পর রানির জীবন অন্য খাতে বইবে। গৌরীর চরিত্রে অভিনয় করবেন সুদীপ্তা চক্রবর্তী। সুদীপ্তা এর আগে ‘বিকেলে ভোরের ফুল’ এবং ‘ইষ্টি কুটুম’-এ বাহা চরিত্রে রণিতা দাসের পরে অভিনয় করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement