Entertainment News

মহাভারত নিয়ে কমলের ‘আপত্তিকর’ মন্তব্য, জনস্বার্থ মামলা দায়ের

মহাকাব্য ‘মহাভারত’ নিয়ে নাকি সম্প্রতি একটি টেলিভিশন শো-তে আপত্তিকর মন্তব্য করেছেন অভিনেতা কমল হাসান। এমনই অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল কট্টরপন্থী সংগঠন ‘হিন্দু মাক্কাল কাচ্চি’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৭:৪২
Share:

মহাকাব্য ‘মহাভারত’ নিয়ে নাকি সম্প্রতি একটি টেলিভিশন শো-তে আপত্তিকর মন্তব্য করেছেন অভিনেতা কমল হাসান। এমনই অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল কট্টরপন্থী সংগঠন ‘হিন্দু মাক্কাল কাচ্চি’। চেন্নাইয়ের সিটি পুলিশ কমিশনারেটে এই মর্মে অভিযোগ দাখিল করে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন, ‘হেতাল’-এর খোঁজ পেলেন অরিন্দম

ওই সংগঠনের অভিযোগ, সম্প্রতি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় কমল নাকি ‘মহাভারত’-এর প্রসঙ্গ টেনে বলেছিলেন যে সেখানে মহিলাদের নিয়ে জুয়া খেলা হয়েছে। তিনি বলেছিলেন, ‘‘গোটা দেশ যে বইটা পড়ে, সেখানে দ্রৌপদীকে বাজি রেখে জুয়া খেলা হয়।’’ এই ধরনের উক্তির ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে বলে অভিযোগ জানিয়েছে ওই হিন্দুত্ববাদী সংগঠন। ওই সংগঠনের তরফ থেকে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। ‘হিন্দু মাক্কাল কাচ্চি’-র দাবি, কমল হাসান হিন্দু বিরোধী। বাইবেল বা কোরান নিয়ে এ ধরনের মন্তব্য করার সাহস পাবেন তিনি? এমন প্রশ্নও তোলা হয়েছে।

Advertisement

আরও পড়ুন, মেয়ের হাতের ইশারায় এ বার নাচবেন স্বয়ং আমির!

এখনও পর্যন্ত এ বিষয়ে কমল হাসানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত শনিবার ৮২ বছর বয়সে লন্ডনে প্রয়াত হয়েছেন কমলের দাদা চন্দ্র হাসান। ফলে পারিবারিক কারণেই এখন তিনি ব্যস্ত রয়েছেন বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন