জ়ুবিনের আপ্তসহায়কের বাড়িতে তদন্তকারী দল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
জ়ুবিন গার্গের মৃত্যুরহস্য প্রকাশ্যে আসবেই বলে আশ্বাস দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। জানিয়েছিলেন, বিশেষ দল গঠিত হয়েছে জ়ুবিনের মৃত্যুর তদন্তে। বৃহস্পতিবার জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে তল্লাশি অভিযান চালায় সেই বিশেষ দল।
সিদ্ধার্থের বাড়ি গুয়াহাটির দাতালপাড়ায়। বৃহস্পতিবার সেখানে তল্লাশি চালায় এসআইটি (স্পেশাল ইনভেস্টিগেশন টিম)। প্রথমে আধিকারিকেরা গিয়ে টানা দু’ঘণ্টা অপেক্ষা করেন ফ্ল্যাটের সামনে। এই ফ্ল্যাটের চারতলায় পরিবার নিয়ে ২০১৯ সাল থেকে থাকেন সিদ্ধার্থ। তাঁদের ফ্ল্যাটে তালা দেওয়া ছিল। তার পরে তালা ভেঙে তল্লাশি শুরু হয়।
প্রতিবেশীরা জানান, জ়ুবিনের মৃত্যুর পর থেকে তাঁকে আর এই ফ্ল্যাটে দেখা যায়নি।
সিঙ্গাপুরে ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’-এ গান গাইতে গিয়েছিলেন জ়ুবিন। সেই অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহান্তের বাড়িতেও তল্লাশি চালায় এই বিশেষ দল। শ্যামকানুকে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে অসম সরকার। ঘোষণা করা হয়েছে, অসমে আরও কোনও অনুষ্ঠান আয়োজন করতে পারবেন না তিনি।
জ়ুবিনের মৃত্যুর পরে তাঁর আপ্তসহায়ক ও শ্যামকানুর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তবে জ়ুবিনের স্ত্রী গরিমার দাবি, অব্যাহতি দেওয়া হোক সিদ্ধার্থকে। তিনি পরিবারের মতো। গরিমা বলেছিলেন, “জ়ুবিনের শেষযাত্রায় দয়া করে সিদ্ধার্থকে শামিল হতে দিন। সিদ্ধার্থের ব্যাপারে কেউ খারাপ কিছু ভাববেন না। ওঁকে জ়ুবিন নিজের ভাইয়ের মতো দেখত। ভবিষ্যতে আমার সিদ্ধার্থের সাহায্যের প্রয়োজন পড়বে। ওকে ছাড়া আমি এই পরিস্থিতি সামলে উঠতে পারব না।”
উল্লেখ্য বৃহস্পতিবার অসম সরকার সিবিআই তদন্তের কথাও উল্লেখ করেছে। সংবাদমাধ্যমকে হিমন্ত বলেছেন, “এসআইটি যদি ব্যর্থ হয় এবং অসমের মানুষ যদি তদন্তে সন্তুষ্ট না হয়, তা হলে আমরা অবশ্যই তদন্তভার তুলে দেব সিবিআই-এর হাতে।”