থ্রিলারের মেজাজে রূপকথা

নামেও ‘রূপকথা’, গল্পেও তা-ই! কালার্স বাংলায় ২ মে সন্ধে ৭টা থেকে শুরু হতে চলেছে এই ধারাবাহিকটি। হাজার বছর ধরে শান্তি বিরাজ করছে রূপনগরে। করবে নাই বা কেন, অশান্তির মূলে যে অশুভ শক্তি, তাকেই যে নিষিদ্ধনগরে বন্দি করে ফেলেছে পাঁচ জ্ঞানী!

Advertisement

দেবশঙ্কর মুখোপাধ্যায়

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০০:০৯
Share:

সিরিয়ালের একটি দৃশ্যে

নামেও ‘রূপকথা’, গল্পেও তা-ই! কালার্স বাংলায়

Advertisement

২ মে সন্ধে ৭টা থেকে শুরু হতে চলেছে এই ধারাবাহিকটি।

হাজার বছর ধরে শান্তি বিরাজ করছে রূপনগরে। করবে নাই বা কেন, অশান্তির মূলে যে অশুভ শক্তি, তাকেই যে নিষিদ্ধনগরে বন্দি করে ফেলেছে পাঁচ জ্ঞানী!

Advertisement

রূপনগরের রাজা হওয়ার কথা ছিল পূর্ববর্তী রাজার বড় ছেলে সম্রাটের (দেবদূত ঘোষ)। বদলে রাজা হয়েছে রাজকন্যার (জেসমিন রায়) স্বামী দেবরথ (মৈনাক বন্দ্যোপাধ্যায়)।

রানিমা সন্তানসম্ভবা। সেই সঙ্গে রাজার বন্ধু, তার বিশ্বস্ত সেনাপতির (মনোজ ওঝা) স্ত্রীও তাই। তাদের সাধ-অনুষ্ঠান দিয়েই শুরু কাহিনির।

রাজ সিংহাসন না পাওয়ায় সম্রাটের হেলদোল নেই, কিন্তু তার স্ত্রী মোহিনী (রিমঝিম মিত্র) তাতে সুখহারা। এ নিয়ে সম্রাটকে সে দোষারোপ করতেও ছাড়ে না। এমনকী সাধের দিন দুই নবজাতককে হত্যা করতে চক্রান্ত করে। সেই চক্রান্তের জেরে উল্টে কারাবাস হয় সম্রাটের। দুটি শিশুর প্রাণরক্ষা করতে তাদের নিয়ে পালায় রাজভৃত্য বুদ্ধিরাম (অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়)।

কাহিনির পায়ে পায়ে জড়িয়ে এক দিকে ক্রুরতা, হিংসা, দ্বেষ, প্রতিশোধস্পৃহা। অন্য দিকে প্রেম, জাদুঅস্ত্র, সাতসমুদ্র তেরো নদী পেরোনোর গল্প। গ্রাফিকাল ডিজাইনে তৈরি বিশালকায় প্রাসাদ, ঘন বনের অন্তরালে বাঘ, ভালুক, সাপের হানা, সব মিলিয়ে রূপকথা-য় থাকছে থ্রিলারের আমেজও। পরিচালনায় তাপস চৌধুরী। কাহিনি সৌমিক চট্টোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement