Big Boss

বিগ বসের ঘরে শিল্পার সঙ্গে এ কী করলেন আকাশ?

শুরু থেকেই বিগ বসের ঘরে নানা অশান্তি। তর্ক-বিতর্ক, ঝগড়া, সমালোচনাকে ছাপিয়ে এ বার নতুন বিতর্কের জন্ম নিল বিগ বসের অন্দরে। অভিযোগ উঠল শালীনতার মাত্রা লঙ্ঘনের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭ ২০:৫৩
Share:

বিগ বসের ঘরে শিল্পাকে চুমু খেয়ে বিতর্কে জড়ালেন আকাশ দদলানি।

‘বিগ বস’ মানেই নানা বিতর্ক। তবে বিগ বসের এই একাদশ পর্ব সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছে।

Advertisement

শুরু থেকেই বিগ বসের ঘরে নানা অশান্তি। তর্ক-বিতর্ক, ঝগড়া, সমালোচনাকে ছাপিয়ে এ বার নতুন বিতর্কের জন্ম নিল বিগ বসের অন্দরে। অভিযোগ উঠল শালীনতার মাত্রা লঙ্ঘনের।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১৩ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা গিয়েছে বিগ বসের দুই প্রতিযোগী শিল্পা শিন্ডে এবং আকাশ দদলানির মধ্যে বাদানুবাদ চলছে। হঠাৎই শিল্পাকে ধরে চুমু খান আকাশ।

Advertisement

আরও পড়ুন:

‘পহেলা নশা’-র নায়িকা এখন কী করছেন জানেন?

এশিয়ার সেক্সিয়েস্ট প্রিয়ঙ্কা, দীপিকা-আলিয়াদের হারিয়ে দ্বিতীয় নিয়া শর্মা

ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে তামাম নেট দুনিয়ায়। সম্পর্কের রসায়ন নিয়ে গত কয়েক দিন ধরেই সরগরম ছিল বিগ বসের অন্দর। সম্প্রতি এই ঘটনা সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছে বলে মনে করছেন অনেকে। যৌন হেনস্থার অভিযোগ তুলে আকাশ দদলানিকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সলমন খান এবং বিগ বস কর্তৃপক্ষকে আর্জিও জানিয়েছেন দর্শকদের একাংশ।

দেখুন ভিডিও (টুইটারের সৌজন্যে)

ভিডিওটি প্রকাশ্যে আসে বুধবার। তার পর থেকে টুইটারেও একের পর এক কমেন্ট করে চলেছেন ভিউয়ারেরা। বিগ বস এখন আর মেয়েদের জন্য সুরক্ষিত নয় বলেও আওয়াজ তুলেছেন অনেকে। টুইটার থেকেও অবিলম্বে আকাশকে সরিয়ে দেওয়ার জন্য সলমন খানের কাছে আবেদনও করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement