Kiran Rao Aamir Khan

বিচ্ছেদের পরও রয়েছে শারীরিক ঘনিষ্ঠতা! কিরণ-আমিরের সম্পর্ক ঠিক কোথায় দাঁড়িয়ে এখন?

সম্প্রতি আমির খান জানিয়েছেন প্রেমিকা গৌরীর সঙ্গে ইতিমধ্যেই মনে বিয়ে সেরে ফেলেছেন। যদিও অভিনেতার প্রাক্তন দুই স্ত্রীয়ের সঙ্গেই রয়েছে সুসম্পর্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৫:৫০
Share:

ছবি: সংগৃহীত।

দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যজীবনে ইতি টেনেছেন কিরণ রাও ও আমির খান। এর আগে রিনা দত্তের সঙ্গে দীর্ঘ দাম্পত্যের ইতি টেনে কিরণকে বিয়ে করেছিলেন অভিনেতা। কিন্তু সেই সম্পর্ক শেষ হয় ২০২১ সালে। সম্প্রতি আমির নিজেই বলেন, ‘‘বিয়েতে নয়, আমি বিচ্ছেদে সফল।’’ সম্প্রতি ফের ভালবাসা খুঁজে পেয়েছেন তিনি।

Advertisement

এই মুহূর্তে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে চোখে হারাচ্ছেন তিনি। যেখানেই যাচ্ছেন, সঙ্গে থাকছেন প্রেমিকা। সম্প্রতি এ-ও জানিয়েছেন, গৌরীর সঙ্গে ইতিমধ্যেই মনে বিয়ে সেরে ফেলেছেন। যদিও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সম্পর্ক রয়েছে অভিনেতার। দুই স্ত্রীর তিন সন্তানকেই দেখা যায় আমিরের আশপাশে। যে কোনও উৎসব একসঙ্গে উদ্‌যাপন করেন। গত কয়েক দিনে অবশ্য রিনার মতো কিরণকেও আর দেখা যাচ্ছে না। এ বার আমিরের সঙ্গে বদলে যাওয়া সম্পর্ক নিয়ে মুখ খুললেন কিরণ।

আগেই তিনি জানিয়েছিলেন যৌথ সম্মতিতে বিচ্ছেদ হয়েছে তাঁদের। আমির যদিও জানিয়েছিলেন, আইনি বিচ্ছেদ না করে স্বামী-স্ত্রী হয়ে সারাজীবন কাটিয়ে দিতে পারতেন। কিন্তু তাতে একটি মিথ্যা বয়ে বেড়ানো হত। আমির তা চাননি। তবে বিবাহবিচ্ছেদের পর সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে, মানছেন কিরণ। পরিচালকের কথায়, ‘‘আমাদের সম্পর্কের ধরনটা বদলে গেলেও আমাদের মধ্যে বন্ধুত্ব একই রয়েছে।’’ কিরণ জানান, তাঁরা এখনও নিজেদের এক পরিবার ভাবেন। অসম্ভব শ্রদ্ধা করেন। এমনকি শারীরিক ঘনিষ্ঠতাও রয়েছে! কারণ মেয়ে আইরার বিয়েতে কিরণের গালে একঘর লোকের মাঝে চুমু দিয়ে বসেন আমির। তাই কিরণ জানান, তাঁরা একে অপরের সঙ্গে ততটাই স্বচ্ছন্দ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement