উড়তা পঞ্জাবের ভিডিও ফাঁস, সেন্সর বোর্ডের সমালোচনায় আমির

কড়া ভাষায় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সমালোচনা করলেন আমির। দীর্ঘ টালবাহানার পর মুক্তির দু’দিন আগেই ‘উড়তা পঞ্জাব’ অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ২২:৩৩
Share:

কড়া ভাষায় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সমালোচনা করলেন আমির।

Advertisement

দীর্ঘ টালবাহানার পর মুক্তির দু’দিন আগেই ‘উড়তা পঞ্জাব’ অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে এর পিছনে নাকি সেন্সর বোর্ডের হাত রয়েছে। টুইটারে এই নিয়ে পোস্ট করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত নই যে এটি সিবিএফসি’র কপি কি না। কিন্তু যদি ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়া ভিডিওটি সিবিএফসি’রই সেন্সর করা কপি হয়, তবে এটা ভীষণ লজ্জার। সিনেমার পাইরেসি নিয়ে আমরা অনেক দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছি।’’ ‘উড়তা পঞ্জাব’ নিয়ে সেন্সর বোর্ডের সঙ্গে বিবাদের সময়েও ‘উড়তা পঞ্জাব’ টিমের পাশেই ছিলেন আমির।

Advertisement

বেশ কিছু দিন ধরে লুধিয়ানায় একটি ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন আমির। ‘উড়তা পঞ্জাব’ রিলিজ হলেই তিনি সিনেমাটি দেখতে যাবেন বলেও টুইটারে জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: প্রেগন্যান্সি নিয়ে জল্পনা বাড়ালেন করিনা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement