Trafficking

শিশু ও নারীপাচারের অভিযোগে কল্যাণীর কাফে থেকে গ্রেফতার ২

গত বছরের ১১ সেপ্টেম্বর বড়তলা থানায় একটি অভিযোগ দায়ের হয়। পাচার সংক্রান্ত ওই মামলায় ছিল পকসো ধারাও। সেই মামলাতেই গত ৫ জানুয়ারি দুপুরে কল্যাণীর কাফে থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ০০:৫৭
Share:

—প্রতীকী চিত্র।

শিশু ও নারীপাচারের তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করল ২ জনকে। ধৃতদের নাম সাথী বিশ্বাস ওরফে টিনা ও তন্ময় দাস। লালবাজার সূত্রে খবর, সাথী ও তন্ময়কে নদিয়া জেলার কল্যাণীর একটি কাফে থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই মামলায় ছ'জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তে নেমে যৌনপল্লির দুই মালিকের কথাও জানতে পেরছে পুলিশ।

Advertisement

গত বছরের ১১ সেপ্টেম্বর বড়তলা থানায় একটি অভিযোগ দায়ের হয়। পাচার সংক্রান্ত ওই মামলায় ছিল পকসো ধারাও। সেই মামলাতেই গত ৫ জানুয়ারি দুপুরে কল্যাণীর কাফে থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে সাথী কল্যাণীর বাসিন্দা। তন্ময়ের বাড়ি কলকাতার মুচিপাড়া থানা এলাকায়।

আগেই বড়তলা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় দম্পতি সরস্বতী বন্দ্যোপাধ্যায় ও অমিত বন্দ্যোপাধ্যায়কে। পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় ২ নাবালিকা-সহ ১১ জনকে। পুলিশের জালে ধরা পড়েছিল জনৈক সুমন হালদার, পূজা মিস্ত্রী, দীপ চট্টোপাধ্যায়, আকাশ চৌধুরীও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement