Police

রাজ্য পুলিশে ফের রদবদল, সোমবার বিধাননগর ট্রাফিকের ডিসি-সহ ২৬ পুলিশকর্তার বদলি

বিধাননগরের ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়াকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর কম্যান্ডান্ট করা হয়েছে। তাঁর জায়গায় আসবেন মাতওয়ানা মীতকুমার সঞ্জয় কুমার। মাতওয়ানা বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন কৃষ্ণনগর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পদে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০০:২৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সোমবার সন্ধ্যায় ২৬ জন পুলিশকর্তার রদবদল হল। বদলির তালিকায় আছেন ২৩ জন আইপিএস অফিসারের পাশাপাশি ৩ জন ডব্লিউবিপিএস-ও।

Advertisement

মেদিনীপুরের রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়ালকে বদলি করা হয়েছে রাজ‍্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডিতে। তাঁকে আইজি করা হয়েছে। মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অরিজিৎ সিংহকে অতিরিক্ত হিসাবে জঙ্গলমহল ব্যাটালিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। কালিম্পংয়ের এসপি শ্রীহরি পাণ্ডেকে উত্তরবঙ্গের আইবি দফতরের ডিআইজি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের অ্যাডিশনাল এসপি ইন্দ্রজিৎ সরকার দায়িত্ব পাচ্ছেন এসটিএফের এসপি হিসাবে।

হাওড়ার কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) বিশ্বজিৎ মাহাতোকে বিধাননগর স্পেশ্যাল ব্রাঞ্চের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে। আবার বিধাননগরের ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়াকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর কমান্ডান্ট করা হয়েছে। তাঁর জায়গায় আসবেন মাতওয়ানা মীতকুমার সঞ্জয় কুমার। মাতওয়ানা বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন কৃষ্ণনগর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পদে। বিধাননগরের অ্যাডিশনাল ডিসি মণীশ জোশীকে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের ডিসি করা হয়েছে।

Advertisement

আইবির জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গায়কোয়াড় নীলেশ শ্রীকান্তকে আনা হয়েছে ঘাটালের এসডিপিও পদে। বীরভূমের অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্রাঞ্চের ডিসির দায়িত্ব নেবেন।

তিন ডব্লিউবিপিএস আধিকারিকের মধ্যে কার্শিয়ঙের অ্যাডিশনাল এসপি অভিষেক রায় দায়িত্ব নেবেন হাওড়া গ্রামীণের অ্যাডিশনাল এসপি পদে। বনগাঁ পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সুমন্ত কবিরাজ আইবির অ্যাডিশনাল স্পেশ্যাল সেক্রেটারির পদ সামলাবেন। অন্য দিকে, জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি শান্তনু চৌধুরী দায়িত্ব পাচ্ছেন বনগাঁ পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি হিসাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement