West Bengal Police

রাজ্য পুলিশে আবার রদবদল, এ বার বদলি হল ১৯ ইনস্পেক্টরের, তালিকার মধ্যে পূর্ব মেদিনীপুরেই ১০ জন

মঙ্গলবার রাজ্য পুলিশের আইজি (সদর)-র দফতর থেকে প্রকাশিত এই তালিকা জানাচ্ছে, ওই ১০ জনের মধ্যে ৪ জনকে ডায়মন্ড হারবার পুলিশ জেলা থেকে পাঠানো হল পূর্ব মেদিনীপুরে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ২২:৪৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিধানসভা ভোট ঘোষণার আগে আবার রদবদল হল রাজ্য পুলিশে। এই দফায় বদলি হলেন ১৯ জন ইনস্পেক্টর। ঘটনাচক্রে, তার মধ্যে ১০টি বদলিই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের সঙ্গে সম্পর্কিত।

Advertisement

মঙ্গলবার রাজ্য পুলিশের আইজি (সদর) প্রকাশিত এই তালিকা জানাচ্ছে, ওই ১০ জনের মধ্যে চার জনকে ডায়মন্ড হারবার পুলিশ জেলা থেকে পাঠানো হয়েছে পূর্ব মেদিনীপুরে। এর আগে মিতুন দে-কে ডায়মন্ড হারবার থেকে অতিরিক্ত (অ্যাডিশনাল) এসপি করে পূর্ব মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়েছিল। তিনিই এখন ভারপ্রাপ্ত এসপি। কারণ, ওই জেলায় এখনও কোনও এসপি পোস্টিং করা হয়নি।

ঘটনাচক্রে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ। ডায়মন্ড হারবার পুলিশ জেলা থেকে যে ইনস্পেক্টরদের পূর্ব মেদিনীপুরে পাঠানো হচ্ছে তাঁরা হলেন— রাহুল দেবনাথ (পাঁশকুড়া থানা), সন্দীপকুমার পাল (কাঁথি থানা), সুমন বোগি (তমলুক থানা), শুভময় সাহা মণ্ডল (হলদিয়া থানা)। বিধানসভা ভোটের আগে গত দু’মাসে আইপিএস, ডব্লিউবিপিএস-সহ বিভিন্ন স্তরের পুলিশকর্তাদের কয়েক দফায় বদলি হয়েছে রাজ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement