Aamir Khan

পহেলগাঁও জঙ্গি হামলার প্রভাব পড়ল আমিরের জীবনে, কোন সিদ্ধান্ত নিলেন অভিনেতা?

বাড়ি থেকে বেরোনোর মতো অবস্থাও নেই তাঁর। পহেলগাঁওয়ের ঘটনা এতটাই নাড়া দিয়েছে যে, বিশেষ এক সিদ্ধান্ত নিতে হল আমিরকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২০:০৩
Share:

পহেলগাঁওয়ের ঘটনার কোন প্রভাব আমিরের উপর! ছবি: সংগৃহীত।

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা নাড়া দিয়ে গিয়েছে দেশবাসীকে। এই ঘটনা গভীর ভাবে নাড়া দিয়েছে অভিনেতা আমির খানকেও। এই আবহে নিজের ছবি ‘আন্দাজ় অপনা অপনা’র পুনর্মুক্তি অনুষ্ঠানে যেতে পারেননি। এমনকি, বাড়ি থেকে বেরোনোর মতো অবস্থাও নেই তাঁর। এই ঘটনা এতটাই নাড়া দিয়েছে তাঁকে যে, আরও এক সিদ্ধান্ত নিলেন অভিনেতা।

Advertisement

‘লাল সিংহ চড্ডা’র ব্যর্থতার পর প্রায় বছর তিনেক প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও পরিবারের সদস্যদের অনুরোধে ফের অভিনয়ে ফেরার জন্য নিজেকে তৈরি করছেন আমির। তাঁর পরবর্তী ছবির নাম ‘সিতারে জ়মিন পর’। ছবির নাম শুনলেই মনে পড়ে যায় তাঁরই হিট ছবি ‘তারে জ়মিন পর’-এর কথা। তবে কি ওই ছবির সিক্যুয়েল হতে চলেছে আমিরের নতুন ছবি? আমিরের কথায়, ‘‘আমার পরের ছবি ‘সিতারে জ়মিন পর’ আদপে ‘তারে জ়মিন পর’-এর মতোই একটা ছবি। তবে নতুন ছবিটা পুরনো ছবির চেয়ে ১০ গুণ এগিয়ে। ‘তারে জ়মিন পর’ দেখে দর্শক কেঁদে ফেলেছিলেন। ‘সিতারে জমিন পর’ দেখে অবশ্য মজা পাবেন তাঁরা।’’ এই ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠান বেশ বড়সড় ভাবেই করার পরিকল্পনা ছিল অভিনেতার। কিন্তু সেই পরিকল্পনা এখন স্থগিত রেখেছেন। কারণ আমিরের টিমের তরফ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে এই ধরনের অনুষ্ঠান করে আনন্দ উদ্‌যাপনের সময় নয়। তাই সব কিছু স্থগিত রাখা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement