Aamir Khan

দুটো বিচ্ছেদ হয়েছে, এখন গৌরীর হাত ধরেছেন, এই আমিরেরই নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করত এক সময়!

কঠিন সময় পার করে জীবনের মুখোমুখি দাঁড়িয়ে নিজের ক্ষতে প্রলেপ লাগিয়েছেন আমির। কিন্তু কী কারণে নিজের জীবনটা শেষ করে দিতে চেয়েছিলেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৮:৫৪
Share:

গৌরী স্প্র্যাট, আমির খান। ছবি: সংগৃহীত।

আমির খানের জীবন রূপকথার চেয়ে কম নয়। দুটো বিয়ে। এখন এক প্রমিকা ও তিন সন্তান নিয়ে ভরা সংসার। বিচ্ছেদ মানেই মুখ দেখাদেখি বন্ধ, এটায় বিশ্বাস করেন না আমির। বরং দুই প্রাক্তন স্ত্রীর বিপদে-আপদে থাকেন। খুব অল্প বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতেই। সে সব কথা নিজেই জানিয়েছিলেন বলিউডের অন্যতম সফল ‘খান’। এমনকি, রিনার মন পেতে রক্ত দিয়ে আমির চিঠিও লিখেছিলেন বলে জানা যায়। তবু দীর্ঘ দাম্পত্য তাঁদের সফল হয়নি শেষ পর্যন্ত। দুই শিশুসন্তান থাকা সত্ত্বেও বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। যে আমির মদ ছুঁয়ে দেখতেন না, রিনার সঙ্গে বিচ্ছেদের পর জীবনটাই বদলে যায় তাঁর।

Advertisement

প্রথম বিবাহবিচ্ছেদের পরে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন আমির। রাতের পর রাত মদ্যপান করতেন। প্রায় এক-দেড় বছর কোনও কাজে মন বসাতে পারেননি। আমির বলেন, ‘‘রিনা আর আমি আলাদা হয়ে যাওয়ার পরে প্রায় ২-৩ বছর আমি যন্ত্রণা ভোগ করেছি। কোনও কাজ করতাম না, বাড়িতে একা থাকতাম। প্রথম এক বছর প্রচুর মদ্যপান করেছি।” এই সাক্ষাৎকারেই আমির দাবি করেছেন, এক সময় তিনি মদ ছুঁয়েও দেখতেন না। কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ তাঁকে মদ্যপায়ী করে তুলেছিল। তাঁর কথা, “বিচ্ছেদের পরে আমি বুঝতেই পারছিলাম না আমার কী করা উচিত। রাতে ঘুমোতে পারতাম না। তখনই শুরু হয় মদ্যপান। যে মদ ছুঁয়েও দেখত না, সে এক এক দিনে এক এক বোতল মদ শেষ করে ফেলত। আমি ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম। গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম। নিজেকে শেষ করে দেব ভেবেছিলাম।”

যদিও কঠিন সময় পার করে জীবনের মুখোমুখি দাঁড়িয়ে নিজের ক্ষতে প্রলেপ লাগিয়েছেন। পাশাপাশি, তিনি এও দাবি করেন যে, বিচ্ছেদের শোক কাটিয়ে ওঠার পরে আর মদ্যপানও করেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement