Aamir Khan

গৌরীতে মজে আমির, বলিপাড়ার কোন নায়কের প্রেমে মজলেন অভিনেতার প্রাক্তন?

নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমির খান। এরই মাঝে নতুন খবর। শোনা যাচ্ছে, নায়কের প্রাক্তনের জীবনেও এসেছে নতুন মানুষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ২১:৩২
Share:

কার প্রেমে হাবুডুবু? ছবি: সংগৃহীত।

তিন মাস আগের কথা। ছড়িয়ে পড়েছিল বিজয় বর্মা, তমন্না ভাটিয়ার প্রেম ভাঙার খবর। বিচ্ছেদের দিন কয়েক আগেও তাঁরা পরস্পরকে চোখে হারাতেন! আচমকাই ভাঙে সম্পর্ক। শোনা যাচ্ছে, তমন্না এখন অতীত। বিজয়ের জীবনে উঁকি দিয়েছে নতুন বসন্ত। শোনা যাচ্ছে, আমির খানের প্রাক্তনে মজেছেন অভিনেতা। প্রাক্তন শুনেই অনেকে ধরে নেবেন নায়কের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের কথা বলা হচ্ছে। কিন্তু আদপে তা একেবারেই নয়। বলিপাড়ায় গুঞ্জন, অভিনেত্রী ফতিমা সানা শেখের প্রেমে পড়েছেন বিজয়। মাঝে শোনা গিয়েছিল, কিরণের সঙ্গে বিচ্ছেদের সময় নাকি ফতিমার সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন আমির। কিন্তু সেই সম্পর্ক ভাঙার গুঞ্জনও ভেসে এসেছিল। শোনা যাচ্ছে, আমিরের প্রাক্তনের প্রেমে হাবু়ডুবু খাচ্ছেন বিজয়। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে এক সঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও কথা বলেননি তাঁরা।

Advertisement

কেন তমন্নার সঙ্গে সম্পর্কে ইতি টানেন বিজয়? দু'জনে এ প্রসঙ্গে কোনও কথা বলেননি। অবশেষে প্রকাশ্যে সেই ঘটনা। জুটি মুখ না খুললেও মুখ খুলেছেন জাতীয় স্তরের এক জ্যোতিষী। তিনি নাকি অতি সম্প্রতি সংবাদমাধ্যমে নিজের বক্তব্য রেখেছেন। তাঁর দাবি, “অর্থই অনর্থের মূল! এখনও বিজয়-তমন্না পরস্পরকে ভালবাসেন, কাছাকাছি থাকতে চান। বাদ সেধেছে অর্থকরী সংক্রান্ত বিষয়। উভয়ের মধ্যে এক জনের উপার্জন বাড়ছে। অন্য জন পিছিয়ে পড়ছেন ক্রমশ। যা তাঁদের মধ্যে দূরত্ব তৈরি করেছে।” সেই সঙ্গে যুক্ত তমন্নার দুর্ভাগ্যও। সময়টা ভাল যাচ্ছে না অভিনেত্রীর।

বিজয়-তমন্না যে এখনও পরস্পরের সান্নিধ্য পেতে চান তার প্রমাণ এ বছরের দোল উৎসব। তাঁরা আলাদা ভাবে রঙের উৎসবে নিজেদের রাঙিয়েছেন। একই বাড়িতে একই পরিবারের সদস্যদের সঙ্গে উদ্‌যাপনে মেতেছেন। রবীনা টন্ডনের বাড়িতে তাঁর মেয়ে রাশার সঙ্গে চুটিয়ে রং খেলেছেন তাঁরা। কিন্তু আলাদা আলাদা ভাবে। সম্পর্কে তিক্ততা থাকলে একই বাড়িতে উভয়ে উপস্থিত থাকতেন না। বিচ্ছেদের পরেও বিজয়ের জ্যাকেট গায়ে জড়িয়ে ঘুরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement