Aamir Khan

ফাতিমার সঙ্গে পর্দায় প্রেম করেছেন, অথচ প্রসঙ্গ উঠতেই স্মৃতিভ্রম হল নাকি আমিরের?

আমিরের বাড়ির সব অনুষ্ঠানে হাজির থাকতেন যে ফাতিমা, তাঁকেই নাকি চিনতে পারছেন না আমির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৭:৩৪
Share:

(বাঁ দিকে) ফাতিমা সনা শেখ, (ডান দিকে) আমির খান। ছবি: সংগৃহীত।

একটা সময় অভিনেত্রী ফাতিমা সনা শেখের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে আমির খানের। অভিনেতার বাড়িতে নাকি নিয়মিত যাতায়াত করতেন ফাতিমা। এমনকি অভিনতা শুটিংয়ের ফাঁকে দেখাও করতে যেতেন তাঁর সঙ্গে। আমিরের বাড়ির সব অনুষ্ঠানে হাজির থাকতেন তিনি। এখন নাকি সেই ফাতিমাকেই চিনতে পারছেন না আমির। স্মৃতিভ্রম হল নাকি! ধন্দে অনুরাগীরা।

Advertisement

এই মুহূর্তে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে আছেন আমির। যদিও গৌরী আসার আগে ফাতিমার সঙ্গে অভিনেতার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সম্প্রতি একটি অনুষ্ঠানে আমিরকে প্রশ্ন করা হয়, বলিউডের নায়করা বয়সে ছোট নায়িকাদের সঙ্গে প্রেম করলে সেটাকে ‘ম্যাজিক’ বলা হয়। অথচ, উল্টোটা হলে ‘সাহসী সিদ্ধান্ত’ বলে দাগিয়ে দেওয়া হয়। কেন? এই প্রশ্নে আমির বলেন, ‘‘আমি বয়সে ছোট কোনও অভিনেত্রীর সঙ্গে কাজ করিনি। মনে পড়ছে না।’’

বাস্তব যদিও অন্য। করিনা কপূরের সঙ্গে একাধিক ছবি করেছেন আমির। বয়সের দিক থেকে করিনা ছোট আমিরের থেকে। তবে আমিরের সঙ্গে বয়সের সবচেয়ে বেশি ব্যবধান ছিল ফাতিমা সনা শেখের। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৩০ বছর। এখন আমিরের এমন ভাব দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘‘অভিনেতা কি ফাতিমাকে ভুলে গেলেন?’’ অনেকে আবার মনে করছেন, নতুন সম্পর্কে ঢুকে এখন ফাতিমাকে চিনতে অস্বীকার করছেন আমির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement