Aamir Khan-Gauri Spratt

সঙ্গে নেই আমির, রাস্তায় একা হাঁটছেন গৌরী, আলোকচিত্রী দেখা মাত্র কী কাণ্ডটা করে বসলেন?

সম্পর্কের কথা স্বীকার করার পর থেকেই আমিরের সঙ্গে সব সময় দেখা গিয়েছে গৌরীকে। যদিও এ বার মুম্বইয়ের রাস্তায় একা একা হেঁটে বেড়াতে দেখা গেল আমির-প্রেয়সীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৫:৩৮
Share:

(বাঁ দিকে) আমির খান (ডান দিকে) গৌরী স্প্র্যাট। ছবি: সংগৃহীত।

গত বছর থেকে শুরু হয়েছিল জল্পনা। অবশেষে নিজের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। তার পর থেকে কখনও বাড়ির সামনে বা কখনও গাড়িতে ওঠার সময়ে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছেন আমির ও গৌরী। সম্পর্কের কথা স্বীকার করার পর সঙ্গে সব সময় আমিরের পাশে দেখা গিয়েছে গৌরীকে। যদিও দেখা গেল এ বার মুম্বইয়ের রাস্তায় একা একা হেঁটে বেড়াচ্ছেন আমির-প্রেয়সী। চোখ পড়তেই আলোকচিত্রীরা পিছু নেন তাঁর।

Advertisement

গৌরী বেঙ্গালুরু নিবাসী। তাঁর বয়স এখন ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্য দিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তাঁরা। সম্প্রতি জগিং পোশাকে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন গৌরী। মুখে মৃদু হাসি কানে হেডফোন সোজা হেঁটে চলেছেন তিনি। রাস্তার এক বাঁকে এসে তাঁর মুখোমুখি ছবিশিকারির দল। দেখা মাত্রই মুখ ঘুরিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করেন গৌরী। তাতেও থেমে যাননি ছবিশিকারিরা, তখন আঙুল দেখিয়ে ছবি না তোলার নির্দেশ দেন তিনি।

২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। তার পরে আমিরের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে আমিরের বক্তব্য, “আমি এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে।” অন্য দিকে গৌরী বলেছেন, “আমি জীবনে একজন দয়ালু ও ভদ্র মানুষকে চাইছিলাম।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement