Entertainment News

সিগারেট ছেড়ে দিয়েও কেন ফের ধরলেন আমির?

এখন তিনি আমির ‘দঙ্গল’ খান। আগামী ২৩ ডিসেম্বর ছবি মুক্তির আগে প্রোমোশন নিয়ে চলছে তুমুল ব্যস্ততা। কিন্তু এর মধ্যেই নাকি ফের সিগারেটে সুখটান দিচ্ছেন আমির! রীতিমতো অভ্যেস করেছেন বলেই খবর বি-টাউনের। কিন্তু মিস্টার পারফেকশনিস্টের হলটা কী?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ১৩:২৬
Share:

এখন তিনি আমির ‘দঙ্গল’ খান। আগামী ২৩ ডিসেম্বর ছবি মুক্তির আগে প্রোমোশন নিয়ে চলছে তুমুল ব্যস্ততা। কিন্তু এর মধ্যেই নাকি ফের সিগারেটে সুখটান দিচ্ছেন আমির! রীতিমতো অভ্যেস করেছেন বলেই খবর বি-টাউনের। কিন্তু মিস্টার পারফেকশনিস্টের হলটা কী? নিজেকে মেনটেন করার জন্য প্রায় বছর খানেক আগে সিগারেট ছেড়েছিলেন। আবার এমন কী হল, যাতে ফের ধূমপানে আসক্ত হয়ে পড়লেন?
আমিরের এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন, তাঁর যে কোনও ছবি রিলিজের আগেই আমির খুব নার্ভাস হয়ে পড়েন। ‘পিকে’, ‘ধুম ৩’-এর আগেও এটা হয়েছে। সেই নার্ভাসনেস কাটাতেই সিগারেট খান নায়ক। এ সময়টা দিনে ক’টা করে সিগারেট খান তারও নাকি কোনও হিসেব থাকে না। এ বছর জানুয়ারিতে নাকি সিগারেট একেবারে ছেড়ে দিয়েছিলেন। তারপর ‘দঙ্গল’-এ জন্য ২৫ কিলো ওজন কমিয়েছেন। আবার ফিল্ম রিলিজের টেনশন কেটে গেলেই নাকি কড়া রুটিনে নিজেকে বেঁধে ফেলবেন আমির।

Advertisement

আরও পড়ুন, ‘গার্লস পার্টি’তে রানি, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement