Aamir Khan

‘গোপন’ প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় গর্ভপাত করাতে বলেছিলেন আমির! কে এই জেসিকা?

ফৈসলের এই দাবিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে আমিরের জীবনে। কিন্তু কে এই জেসিকা হাইনস্‌? জানা যাচ্ছে, পেশায় তিনি সাংবাদিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৪:১৯
Share:

আমিরের সঙ্গে নাম জড়িয়েছিল জেসিকার। ছবি: সংগৃহীত।

শুধু রিনা দত্ত, কিরণ রাও ও গৌরী স্প্র্যাট নন। প্রকাশ্যে আমিরের আরও এক ‘প্রেমিকা’র কথা। রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে নাকি জেসিকা হাইনস নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন আমির। এমনকি তাঁদের একটি সন্তানও রয়েছে। দাবি করেছেন আমিরের ভাই ফৈসল খান। ফৈসলের এই দাবিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে আমিরের জীবনে।

Advertisement

কে এই জেসিকা হাইনস্‌? জানা যাচ্ছে, পেশায় তিনি সাংবাদিক। ‘বিগ বি: বলিউড’, ‘বচ্চন অ্যান্ড মি’-সহ বেশ কিছু বই লিখেছেন তিনি। অমিতাভ বচ্চনের চোখ দিয়ে খ্যাতি ও জনপ্রিয়তাকে এই বইগুলিতে তুলে ধরেছিলেন তিনি।

বছরের পর বছর ধরে ভারতীয় ছবি ও সংস্কৃতি নিয়ে গবেষণা ও লেখালিখি করেছেন জেসিকা। চলচ্চিত্রজগতে কী কী হচ্ছে, তা নিয়ে দীর্ঘ পর্যবেক্ষণ তাঁর। ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে বেশ কয়েক বার তাঁর নাম চর্চায় উঠে এসেছিল। সেই সময়েও আমিরের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। ১৯৯৮ সালে ‘গুলাম’ ছবির শুটিং-এর সময়ে নাকি তাঁদের দেখা। সেখান থেকেই ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁদের মধ্যে। তখনও খবর ছড়ায়, জেসিকা ও আমিরের একটি সন্তান রয়েছে। সেই সন্তানের নাম হল জান। প্রথমে আমির নাকি গর্ভপাত করাতে বলেছিলেন জেসিকাকে। কিন্তু তিনি রাজি হননি। লন্ডনে সেই সন্তানকে বড় করে তোলেন জেসিকা। যদিও এই সম্পর্ক নিয়ে তাঁরা কেউই কখনও সংবাদমাধ্যমকে বিবৃতি দেননি। এই পুরনো গুঞ্জনই ফের উস্কে দিয়েছেন আমিরের ভাই ফৈসল খান। জেসিকার সঙ্গে সম্পর্ক ভাঙার পরেই কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আমির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement