আমিরের প্রথম প্রেম

পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে-তে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সত্যি, এই না হলে প্রেম দিবসের মাহাত্ম্য! 

Advertisement
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:২০
Share:

তাঁর প্রেমে হাবুডুবু খেয়েছেন অনেকেই। কিন্তু স্বয়ং আমির খানের প্রথম প্রেম কার সঙ্গে? উত্তরটা সম্ভবত খুব বেশি মানুষ জানতেন না। কিন্তু মিস্টার পারফেকশনিস্টই নিজের জীবনের সেই অব্যক্ত কাহিনি ফাঁস করলেন সোশ্যাল মিডিয়ায়। ‘‘মাত্র দশ বছর বয়সে টেনিস শিখতে গিয়ে প্রথম বার একটি মেয়েকে দেখেই খুব ভাল লেগেছিল আমার। সারা দিন ওর কথাই ভাবতাম।’’ নিজের সিনেমার গান ধার করেই বলেছেন, এটাই তাঁর ‘পহেলা নশা’। তবে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেননি আমির। সারাদিন টেনিস ক্যাম্পেই পড়ে থাকতেন। এই ভাবে কিছু দিন যাওয়ার পরে সেই মেয়েটির পরিবার শহর ছাড়ে। ব্যস, প্রথম প্রেম হারিয়ে যায় বুদবুদের মতো! সেই কারণেই তিনি সমবেদনা জানিয়েছেন, যারা প্রেমে সফল হয়নি তাদের। তবে আমির মজা করে জানিয়েছেন, এই ঘটনার সুবাদে তাঁর টেনিস স্কিল উন্নত হয়েছিল। পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে-তে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সত্যি, এই না হলে প্রেম দিবসের মাহাত্ম্য!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement