Aamir khan's Dhakad Version

ইউটিউবে সাড়া ফেলেছে আমিরের গাওয়া ‘ধক্কড়’

‘গুলাম’-এর ‘আতি ক্যায়া খান্ডালা’-র পর ‘দঙ্গল’-এর ‘ধক্কড়’। সামনে এল আমির খানের গাওয়া দ্বিতীয় গান। সেই গানটি ইতিমধ্যেই ইউটিউবে সাড়া ফেলেছে। আমিরের গাওয়া ‘ধক্কড়’ ভার্সনটি মুক্তি পেয়েছে মাত্র এক দিন আগে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ১৪:০০
Share:

‘গুলাম’-এর ‘আতি ক্যায়া খান্ডালা’-র পর ‘দঙ্গল’-এর ‘ধক্কড়’। সামনে এল আমির খানের গাওয়া দ্বিতীয় গান। সেই গানটি ইতিমধ্যেই ইউটিউবে সাড়া ফেলেছে। আমিরের গাওয়া ‘ধক্কড়’ ভার্সনটি মুক্তি পেয়েছে মাত্র এক দিন আগে। এরই মধ্যে প্রায় সাড়ে চার লক্ষ দর্শক গানটি শুনে ফেলেছেন।

Advertisement

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘গুলাম’ ছবিতে অভিনয় করেছিলেন আমির খান ও রানি মুখোপাধ্যায়। ওই ছবিতে দারুণ জনপ্রিয় ‘আতি ক্যায়া খান্ডালা’ গানটি গেয়েছিলেন নায়ক নিজেই। সেটিই ছিল ছবির জন্য গাওয়া আমিরের প্রথম গান। এর পর আর গায়ক আমিরকে পাওয়া যায়নি। কিন্তু দীর্ঘ ১৮ বছর পর আবারও ছবির জন্য গাইলেন তিনি।

সেদিনের যুবক আমির খান এখন মধ্যবয়সী। কিন্তু তাঁর ছবি ঘিরে আকর্ষণ একটুও তো কমেইনি, বরং বেড়েছে অনেক গুণ। আমির যেভাবে ‘ধক্কড়’ গানটি গেয়েছেন, তাতে এই গানের জনপ্রিয়তা যে এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে তা নিশ্চিত ভাবে বলা যায়।

Advertisement

আরও পড়ুন: সইফ-করিনার ছেলের নামের মানে জানেন?

এই গানের মাধ্যমেই ‘দঙ্গল’ ছবিতে আমিরের দুই অনস্ক্রিন মেয়ে ফতিমা সানা শেখ এবং শানয়া মলহোত্রকে দর্শকদের সঙ্গে আলাপ করানো হচ্ছে। গানের ফাঁকে ফাঁকে চলছে ‘ধক্কড়’ গার্লদের সঙ্গে কুস্তিগীরদের লড়াই। ৫১ বছরের আমিরের চোখে সুর্মা আর পরণে র‍্যাপ আর্টিস্টদের পোশাক। সঙ্গে দুর্দান্ত ডান্স পারফরম্যান্স। সব মিলিয়ে জমজমাট আমিরের গাওয়া ‘ধক্কড়’।

দেখুন সেই গান-

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন