Entertainment News

আমির খানের ‘মেয়ে’ নিজেকে ঘৃণা করেন কেন?

তিনি আমির খানের ‘মেয়ে’। রিয়েল নয়, রিল লাইফের। তিনি জাইরা ওয়াসিম। ‘দঙ্গল’-এ গীতা ফোগতের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কিন্তু নিজেকে একটা বিশেষ অবস্থায় ঘৃণা করেন তিনি!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৩
Share:

‘দঙ্গল’-এর একটি দৃশ্যে আমির ও জাইরা।

তিনি আমির খানের ‘মেয়ে’। রিয়েল নয়, রিল লাইফের। তিনি জাইরা ওয়াসিম। ‘দঙ্গল’-এ গীতা ফোগতের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কিন্তু নিজেকে একটা বিশেষ অবস্থায় ঘৃণা করেন তিনি!

Advertisement

জানেন সেটা কী? আসলে জাইরা নিজেকে অনস্ক্রিন দেখতে ঘৃণা করেন। সম্প্রতি মুম্বইতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে জাইরা বলেন, ‘‘অনস্ক্রিনে নিজেকে দেখতে আমার ঘেন্না করে। এটা খুব অস্বস্তিকর। আমার কোনও ইন্টারভিউ আমি দেখি না। এমনকী নিজের অভিনয় করা ছবি দেখতেও ভয় লাগে।’’

আরও পড়ুন, এই শিশুটি এখন নায়ক, বলুন তো ইনি কে?

Advertisement

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’-এ জারিনের অভিনয় প্রশংসিত হয়েছে সব মহলে। ডেবিউ ছবিতেই এত প্রশংসা পেয়ে অভিভূত অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘আমার মনে হয় না এখনই আমাকে ভাল অভিনেত্রীর তকমা দেওয়া উচিত। কারণ আমি অন্ধের মতো পরিচালককে ফলো করতাম। যা বলতেন তাই করে গিয়েছি। কৃতিত্ব তাঁদের, যাঁরা আমার চরিত্রকে এত সুন্দর ভাবে লিখেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement