Entertainment News

আমির এ বার ‘কৃষ্ণ’?

এক এক সময় এক এক অবতারে অনস্ক্রিনে দেখা দেন তিনি। কখনও ভিনগ্রহী, কখনও কুস্তিগীর— এ বার তাঁকে হয়তো দেখা যাবে ‘কৃষ্ণ’ অবতারে। তিনি আমির খান। ভগবান কৃষ্ণের চরিত্রে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন খোদ ‘মিস্টার প্যাশনেট।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ১৮:১২
Share:

এক এক সময় এক এক অবতারে অনস্ক্রিনে দেখা দেন তিনি। কখনও ভিনগ্রহী, কখনও কুস্তিগীর— এ বার তাঁকে হয়তো দেখা যাবে ‘কৃষ্ণ’ অবতারে। তিনি আমির খান। ভগবান কৃষ্ণের চরিত্রে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন খোদ ‘মিস্টার প্যাশনেট।’
সম্প্রতি আমির জানিয়েছেন, যদি কখনও মহাভারতের উপর কোনও ছবি তৈরি হয় আমি কৃষ্ণের চরিত্র করতে চাইব। শোনা গিয়েছিল, ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলির পরের প্রোজেক্ট হয়তো ‘মহাভারত’। সে প্রসঙ্গেই আমিরকে এই প্রশ্ন করা হয়। আমিরের বিরুদ্ধে অনুরাগীদের দীর্ঘ দিনের অভিযোগ, দু’তিন বছর পর পর তাঁর ছবি রিলিজ করে। সে প্রসঙ্গে নায়কের জবাব, ‘‘আমি এই অভিযোগ খুব গুরুত্ব দিয়ে শুনেছি। তাই আট মাসের মধ্যেই আমার পরের ছবি দেখতে পাবেন।’’

Advertisement

আরও পড়ুন, নতুন হেয়ারস্টাইলে ইনি কে বলুন তো?

আগামী ২৩ ডিসেম্বর নীতিশ তিওয়ারির পরিচালনায় মুক্তি পাবে ‘দঙ্গল’। এই ছবিতে কুস্তিগীর মহাবীর সিংহ ফোগটের চরিত্রে অভিনয় করেছেন আমির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement