Aamir Khan Updates

বিবাহিত জীবনে সফল না-ই হতে পারি, বিচ্ছেদে কিন্তু সফল! নিজেকে নিয়ে কেন এমন রসিকতা আমিরের?

‘সিতারে জমিন পর’ ছবির প্রচারে এসে ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলেছেন আমির। অভিনেতার দাবি, বিচ্ছেদ কারও জীবনেই সুখকর নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৩:০১
Share:

নিজেকে নিয়ে রসিকতায় মাতলেন আমির খান। ছবি: সংগৃহীত।

একের পর এক বিয়ে আর বিচ্ছেদ। তাই নিয়ে রসিকতায় মাতলেন আমির খান নিজেই! বলিউড বলে, ‘মি. পারফেকশনিস্ট’ নাকি তাঁর কাজের থেকেও বেশি চর্চিত ব্যক্তিগত জীবনের কারণে। ৬০ বছর বয়সেও তাঁর জীবনে রয়েছে টাটকা প্রেম। গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মাস চারেক। তাঁর আগের দু’টি বিয়েই ব্যর্থ। ব্যক্তিজীবনে এই ভাঙাগড়া তাঁর মনে ছাপ ফেলে না?

Advertisement

‘সিতারে জমিন পর’-এর প্রচারে ছবি বা অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও অকপট অভিনেতা। তাঁর কথায়, “বিবাহিত জীবনে সফল না-ই হতে পারি, বিচ্ছেদে কিন্তু সফল! প্রত্যেক বার শান্তিপূর্ণ বিচ্ছেদ ঘটিয়েছি।”

তার পরেই তিনি গম্ভীর। জানিয়েছেন, প্রত্যেক বার তাঁর বিচ্ছেদ শান্তিপূর্ণ হলেও পরিবারের ক্ষেত্রে এই পরিস্থিতি সুখকর নয়। কেউ খুব খুশি মনে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় না। এক সময় মনে হয়, সম্পর্কটা যেন আর আগের মতো নেই। আমিরের কথায়, “কিন্তু আমি আবার ভান করতে পারি না! কিরণের সঙ্গে খুব সুখে আছি। আমাদের মধ্যে সব ঠিক আছে। আমার মতে, সত্যের মুখোমুখি হওয়াই বাঞ্ছনীয়।” অভিনেতার এই বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল।

Advertisement

যদিও অতীতের তিক্ত অভিজ্ঞতা প্রেমের প্রতি তাঁর বিশ্বাস টলাতে পারেনি। এক সন্তানের মা গৌরীর সঙ্গে তাঁর প্রেম সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হচ্ছে বলে বলিউডে গুঞ্জন। নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে প্রথম প্রকাশ্যে আনেন তিনি। ইদানীং নানা অনুষ্ঠানে আমির-গৌরীকে একসঙ্গেই দেখা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement