Aamir Khan

‘প্রাক্তন স্বামী এসে চমকে দিলেন’, হঠাৎ কেন প্রথম স্ত্রী রিনার কাছে ফিরলেন আমির?

নতুন প্রেমে ভাল আছেন, তা-ও জানিয়েছিলেন। তবে এর মধ্যেই হঠাৎ প্রথম স্ত্রীর কাছে গিয়ে তাঁকে চমকে দিলেন বলিউড তারকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৯:১২
Share:

হঠাৎ রিনা দত্তকে চমকে দিলেন আমির। ছবি: সংগৃহীত।

চলতি বছরের শুরুর দিকে গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। নতুন প্রেমে ভাল আছেন, তা-ও জানিয়েছিলেন। তবে এর মধ্যেই হঠাৎ প্রথম স্ত্রীর কাছে গিয়ে তাঁকে চমকে দিলেন বলিউড তারকা।

Advertisement

মুম্বই শহরে নিজের আঁকা ছবির প্রদর্শন ছিল আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের। সেখানে হঠাৎ গিয়ে হাজির হন আমির। প্রাক্তন স্বামীকে দেখে চমকে যান তিনি। সে কথা নিজেই সমাজমাধ্যমে লিখেছেন রিনা। তিনি লিখেছেন, “প্রাক্তন যখন চমকে দিয়ে প্রদর্শনে হঠাৎ হাজির হন! আমার শিল্পকে অনবরত সমর্থন করার জন্য অসংখ্য ধন্যবাদ, আমির।”

দু’বার বিচ্ছেদ হয়েছে আমিরের। কিন্তু, প্রাক্তনদের সঙ্গে এখনও তাঁর সুসম্পর্ক। ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন আমির। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু সেই দাম্পত্য ভেঙে যায় ২০০২ সালে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, “রিনাকে আমি চিনতাম মাত্র চার মাস। অল্প দিনের চেনাজানায় বিয়েটা করে ফেলা মস্ত বড় ভুল ছিল। যদিও বিচ্ছেদের পরেও আমরা একে অপরকে শ্রদ্ধা করি। সেই সময় আমাদের মধ্যে ভালবাসাটা ছিল বলেই বিয়েটা করেছিলাম।”

Advertisement

রিনার সঙ্গে বিচ্ছেদের পরে কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। ২০০৫ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদেরও একটি সন্তান আছেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে পুত্র আজ়াদের জন্ম দেন কিরণ। কিন্তু সেই দাম্পত্যেও ২০২১ সালে ইতি টানেন তাঁরা। বিচ্ছেদ হলেও দুই স্ত্রীর জীবনে এখনও গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন আমির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement