Bollywood Scoop

বছরখানেকের বিরতির পর অবশেষে উপবাস ভাঙছেন আমির খান, নেপথ্যে কোন পরিচালক?

‘লাল সিংহ চড্ডা’র বেনজির ব্যর্থতা। তার পর থেকেই কিছুটা অন্তরালে আমির খান। অভিনয় থেকে বিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। খবর, আমিরের সেই বিরতিতে ইতি দিচ্ছেন বলিউডেরই এক পরিচালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ১৭:১৬
Share:

বলিউড তারকা আমির খান। ছবি: সংগৃহীত।

কেরিয়ারের নিরিখে গত কয়েক বছর বিশেষ ভাল কাটেনি বলিউড অভিনেতা আমির খানের। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘ঠগ্‌স অফ হিন্দোস্তান’। তার পরে একই রকমের ভরাডুবির সম্মুখীন হয় ‘লাল সিংহ চড্ডা’-ও। জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি আমির খানের ছবি মন ভরাতে পারেনি দর্শক ও সমালোচকের। ‘লাল সিংহ চড্ডা’র ব্যর্থতার পরে প্রায় এক বছর প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছিল, অভিনয় ছেড়ে আপাতত প্রযোজনাতেই মন দিতে চান আমির। স্প্যানিশ ড্রামা ‘ক্যাম্পিওনেস’ অবলম্বনে হিন্দিতে ‘চ্যাম্পিয়ন্স’ ছবি বানানোর জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি। ছবিতে প্রযোজকের ভূমিকায় থাকছেন আমির। তবে এ বার খবর, অভিনয়ের উপবাসও খুব শীঘ্রই ভাঙতে চলেছে আমিরের। শোনা যাচ্ছে, নিজের অত্যন্ত প্রিয় এক পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা।

Advertisement

এর আগে ‘৩ ইডিয়টস’, ‘পিকে’ ছবিতে রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছিলেন আমির খান। দু’টি ছবিই বক্স অফিসে বাণিজ্যিক ভাবে সফল। সমালোচকদের কাছ থেকেও প্রশংসা অর্জন করেছিল এই দুই ছবি। খবর, ‘ঠগ্‌স অফ হিন্দোস্তান’, ‘লাল সিংহ চড্ডা’র ব্যর্থতার পরে এ বার অভিনেতা হিসাবে হিট ছবির মাধ্যমে প্রত্যাবর্তন করতে আগ্রহী আমির। সেই জন্যই রাজকুমার হিরানির সঙ্গে জুটি বাঁধছেন আমির। খবর, একটি জীবনীচিত্রের জন্য জুটি বাঁধছেন তাঁরা।

আপাতত শাহরুখ খানের সঙ্গে ‘ডাঙ্কি’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন রাজকুমার। অন্য দিকে ‘চ্যাম্পিয়ন্স’ ছবিতে অভিনয়ের জন্য ফারহান আখতারকে চূড়ান্ত করেছেন আমির। রাজকুমারের ‘ডাঙ্কি’ ছবির কাজ শেষ হতে হতে আরও কিছুটা এগিয়ে যাবে আমিরের ‘চ্যাম্পিয়ন্স’-এর কাজ। খবর, সব কিছু পরিকল্পনামাফিক এগোলে তার পরেই শুরু হবে রাজকুমার ও আমিরের ছবির কাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement