aamir khan

Aamir-Ira: খান পরিবারে বিয়ের সানাই, বিয়ে করতে চলেছেন আমির-কন্যা ইরা?

আমির-কন্যা ইরা এবং নূপুরের সম্পর্কের কথা সকলেরই জানা। ইরার সাম্প্রতিক ছবি উস্কে দিল নানা জল্পনা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১০:৪৭
Share:

বিয়ের পিঁড়িতে ইরা?

কখনও পরিবারের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন, কখনও আবার পুরুষ সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানো। বিভিন্ন মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছেন ইরা খান। অভিনেতা আমির খানের মেয়ে। যা নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। যদিও তা নিয়ে আজ পর্যন্ত মুখ খোলেননি আমির বা পরিবারের কেউই।

Advertisement

বুধবার সকাল থেকে শুরু নতুন জল্পনার। এবার নাকি খান পরিবারে সানাই বাজতে চলেছে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির-কন্যা। হঠাৎ কেন শুরু হল এই জল্পনা?

মঙ্গলবার রাতে একটি ছবি ভাগ করে নেন ইরা। যেখানে মধ্যমণি ইরার দিদা। পাশে প্রেমিক নূপুর শিখরকে নিয়ে বসে ইরা। সেই ছবি থেকেই তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। তবে কি বিয়ে করতে চলেছেন আমির-তনয়া?

Advertisement

যদিও তা এখনও রহস্য। কারণ ইরা বা তাঁর পরিবার সকলেরই মুখে কুলুপ। দু’বছর হয়ে গেল সম্পর্কে রয়েছেন তাঁরা। প্রেম নিয়ে কোনওদিন লুকোছাপা নেই তাঁদের। সেই প্রমাণ মিলেছিল ইরার জন্মদিনের ছবিতেই। তবে এখনই খান পরিবারে বিয়ের সানাই বাজবে কি না, তা বলবে সময়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন